ভোটের দিনে গাড়ী না থাকায়, সমস্যার স্বীকার আমজনতা
1 min readতন্ময় দাস,রায়গঞ্জ : ভোটের দিনে ভোট কেন্দ্রের নিরাপত্তা থাকলেও নিরাপত্তা থাকছে না সাধারণ নিত্য য়াত্রী দের তাই সমস্য মুখে পড়তে হচ্ছে।
ভোটের জন্য সব গাড়ি নিজের আধীনে নিয়েছে নির্বাচন কমিশন। তাতেই হয়রানি আমজনতা। গাড়ি কম থাকায় ঘাড়ের উপর চেপে বসেছে কিছু উত্তর দিনাজপুর এর আসাধু গাড়ি ব্যবসায়ী ভাড়া নিচ্ছে দ্বিগুন সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ।