বালিতে চারশো উনচল্লিস বর্ষ প্রাচীন ভদ্রকালী পুজোর সূচনা:-
1 min read
কৌশিক ঘোষ( বালি,হাওড়া) :- বালি গ্রামের ৪৩৯ তম বর্ষ প্রচীন ভদ্রকালী মাতার পুজোর শুধু আজ থেকে। ৯৮৬ বঙ্গাব্দে হাওড়ার বালিতে বর্দ্ধমানের মহারাজার সভাপন্ডিত রামরাম চক্রবর্তী মায়ের স্পনাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। বর্দ্ধমানের খ্যীরগ্রামে তিনি থাকতেন সেখানে বৈশাখী সৎক্রান্তিতে যোগাদ্যা মায়ের পুজো হত।
সেই পুজোর অনুকরনেই বালিতে এই ভদ্রকালী পুজো চলে আসছে। চৈত্র সংক্রান্তিতে বাশ পুজো হয়। এখন ও পুরানো কাঠামোতেই মায়ের মূর্তি গড়া হয়। মা কালীর আপর রুপ মা ভদ্রকালী। মা এখানে দশভুজা আশুর বধকারী সিংহের উপর দন্ডায়মান। মায়ের ডান ও বাম দিকে জয়া বিজয়া,রাম লখ্যণ ও সম্মুখে পবনপুত্র হনুমান বিরাজমান। প্রতিবছর বৈশাখি সৎক্রান্তিতে মায়ের পূজো হয়। আজ সোমবার উদ্বোধনী মন্ত্রী, বিধায়ক,সাংসদ, মেয়রপারিসদ সদস্যরা,পৌরপ্রতিনীধিরা ,রামকৃষ্ণমঠ ও মিশনের মহারাজ প্রমুখ উপস্থিত থাকবেন। মঙ্গলবার সকাল থেকেই পুজো পাঠ, দন্ডি কাটা,সন্ধ্যারতি, চন্ডী পাঠ ,ভোগ নিবেদন চলবে। সাতদিন ব্যাপি মায়ের পুজো চলবে। প্রতিদিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শনিবার প্রায় ৪০০০ দূরদুরান্ত থেকে আগত মানুষ নরনারায়ণ সেবার ভোগ প্রসাদ গ্রহন করবেন। রবিবার বিরাট শোভাযাত্রা সহযোগে গঙ্গা বখ্যে বালিবাদামতলা ঘাটে প্রতিমা নিরজ্ঞন হবে। প্রাচীন বালির এই জাগ্রত ঠাকুর দেখতে প্রত্যহ প্রচূর মানুষের সমাগম ঘটে।