কলেজছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
1 min read
রায়গঞ্জ এক কলেজছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার কর্ণজোড়া হাটখোলা এলাকায়। রবিবার বিকেল তিনটা নাগাদ ছাত্রীটির নিজের ঘর থেকে ওড়না জড়ানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ওই ছাত্রীর নাম সারথি সাহা(১৮)। মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ভাত খাওয়ার পর নিজের ঘরে পড়তে বসে সারথি। ঘন্টাখানেক পর তার মা তাকে ডাকাডাকি করেন। ডাকাডাকিতে সাড়া না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে দেখেন মেয়ে ফ্যানের রেলিংয়ে ঝুলছে। এরপর চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসে গ্রামবাসীরা। খবর যায় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।