প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষিণ দিনাজপুরে পঞ্চায়েত নির্বাচনে ১৩০০ বন্দুকধারী পুলিশ ও ৪৪৫০ সিভিক ভলেন্টিয়ার মোতায়ন থাকবে বুথে বুথে। এছাড়াও ৬৮৮২ ভোট কর্মী রয়েছে বলে জানা গেছে।
ভোটের জন্য ৯৫৮ টি গাড়ি ব্যবহার করা হচ্ছে।দক্ষিণ দিনাজপুর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসন ১৮ টি। ৮ টি পঞ্চায়েত সমিতির আসন ১৮৭ টি। ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৯৭৫ টি। মোট ১১৩৪ টি বুথ রয়েছে। এছাড়াও অতিরিক্ত বুথের সংখ্যা ১৩ টি। মোট ভোটার ১০,৫৫,৩৭৬ জন। যার মধ্যে পুরুষ ৫,৪৬,৪৪৬ এবং মহিলা ৫,০৮,৮৯৬ জন। তৃতীয় লিঙ্গ ৩৪ জন। গ্রাম পঞ্চায়েতের ৯৭৫ টি আসনের মধ্যে ৫৪ টিউত্তরদিনাজপুরজেলার ৯টিব্লকের ভোটকর্মীও পুলিশকর্মীদেরমধ্যে চরমব্যস্ততা।জেলারমোট১৮২৭টিভোটগ্রহনকেন্দ্রে৯৫০০জনভোটকর্মীরওনাদেনএদিন।
মোট৯৮টিগ্রামপঞ্চায়েতের১৫৬২টিআসনেপ্রতিদ্বন্দ্বিতাকরছেন৫৯৫৯জনপ্রার্থী।যদিও৮৭টিগ্রামপঞ্চায়েতআসনেবিরোধীদেরকোনপ্রার্থীনাথাকায়বিনাপ্রতিদ্বন্দ্বিতায়জয়ীহয়েছেশাসকদলেরপ্রার্থীরা।পঞ্চায়েতসমিতির২৭৯টিআসনেপ্রতিদ্বন্দ্বিতাকরছেন১৩৯০জনপ্রার্থী।পঞ্চায়েতসমিতির৮টিআসনেবিনাপ্রতিদ্বন্দ্বিতায়জয়ীহয়েছেতৃণমূল।জেলাপরিষদের২৩টিআসনেপ্রতিদ্বন্দ্বিতাকরছেন১৬৬জনপ্রার্থী।প্রায়১৮লক্ষ১১হাজার৭৩৪জনভোটারতাদেরভোটাধিকারপ্রয়োগকরবেসোমবার।জেলাপরিষদের২৬টিআসনেরমধ্যেতিনটিআসনেবিরোধীদেরপ্রার্থীনাথাকায়তৃণমূলবিনাপ্রতিদ্বন্দ্বিতায়জয়ীহয়েছে।গোয়ালপোখরব্লকে১নংব্লকের৭৬থেকে৭৯নংবুথেবিরোধীদেরকোনপ্রার্থীনাথাকায়কোনভোটকেন্দ্রনেই।জেলাশাসকআয়েষারানীএজানিয়েছেন, শান্তিপূর্ণভাবেভোটপ্রক্রিয়াসম্পন্নকরতেপ্রশাসনপুরোপুরিভাবেইপ্রস্তুত।জেলারমোট১৮২৭টিভোটগ্রহনকেন্দ্রেমধ্যে১০–১২শতাংশভোটগ্রহণকেন্দ্রস্পর্শকাতর।তবেযথেষ্টপুলিশিব্যবস্থারয়েছেস্পশকাতরভোটকেন্দ্রগুলিতে।এজেলায়প্রায়১৫০০পুলিশসিকিমসহঅন্যান্যরাজ্যথেকেএসেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেছে তৃণমূল। এছাড়াও একটি বুথে ভোট হচ্ছে না। পঞ্চায়েত সমিতির ১৮৭ আসনের মধ্যে ৫ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে ৯৩ জন প্রার্থী লড়াই করছেন। পঞ্চায়েত সমিতিতে ৬৫৯ জন ও গ্রাম পঞ্চায়েতে ৩০৮১ জন প্রার্থী লড়াই করছেন। এছাড়া