January 11, 2025

আবারো ট্যারেনটুলার দেখা মিলল বাঁকুড়ার সোনামুখীতে

1 min read
গত শুক্রবার সোনামুখীর ১৪ নং ওয়ার্ড চৌধুরী পাড়ায় ট্যারেনটুলার দেখা মিলেছিলো । ট্যারেনটুলার কামরে শ্যামল বাগ্ধি নামে এক ব্যক্তি আহত হয়েছিলেন , যিনি বর্তমানে বাঁকুড়া সন্মিলনী মেডিকেলে হসপিটালে ভর্তি আছেন ।
তার রেশ কাটতে না কাটতে আবারো ট্যারেনটুলার দেখা মিলল বাঁকুড়ার সোনামুখীর কল্যাণপুর গ্রামে । শনিবার রাত দশটা নাগাদ দেবশঙ্কর মহন্তর বাড়িতে শোবার ঘরের বারান্দায় দেখতে পাওয়া যায় একটি বড় মাকড়সা । ওই বাড়ির গৃহবধূ লতিকা দেবী এই বড় লোমশ মাকড়সা দেখেই চিৎকার করেন ,  সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ছুটে আসেন ততক্ষনে লতিকা দেবী ওই মাকড়সাটিকে মেরে ফেলে, কল্যাণপুর জঙ্গল লাগয়া গ্রাম, সোনামুখীর বিভিন্ন জায়গায় এই প্রজাতির মাকড়সা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের কথাই তাদের এখন একটাই চিন্তা কিভাবে মিলবে এর থেকে মুক্তি? লতিকা দেবী বলেন , রাতের খাবার খেয়ে ঘুমাতে যাচ্ছিলাম হঠাৎ দেখি বারান্দা থেকে বাড়ির দিকে ঢূকছে একটি বড় মাকড়সা বাড়ির মধ্যেই আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা শুয়েছিল, যখন দেখলাম মাকড়সাটি দ্রুত বাড়ির মধ্যে ঢুকছে তখন একটা জুতোর সাহায্যে মাকরসাটিকে মেরে ফেললাম এছাড়া সেই সময় আমার আর কিছু করার ছিলনা, কারণ বাচ্চাদের কাছে পৌঁছে গেলে হয়তো ঘটে যেত বড় দুর্ঘটনা । তাই মারতে বাধ্য হলাম। গত শুক্রবার সোনামুখী চৌধুরীপাড়ায়  ট্যারেনটুলার কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন একজন তিনি এখন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। দিনের পর দিন এই মাকড়সার আতঙ্কে দিন কাটাচ্ছেন সোনামুখীর মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *