দ্রুতগতি লরি নিয়ন্ত্রন হারিয়ে উল্টালো সেলুন দোকানে, মৃত এক শিশু আহত ৫
1 min read
মহিষাদল: দ্রুতগতি লরি নিয়ন্ত্রন হারিয়ে উল্টালো রাস্তার ধারে সেলুন দোকানে। ঘটনায় মৃত্যু হয়েছে একটি শিশুর আহত হয়েছে ৫ জন। তাদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার গাড়ুহাটায়। স্থানিয় সূত্রে জানাগেছে, আজ সকালে একটি ১০ চাকা লরি হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে হলদিয়া অভিমুখে গতির সাথে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে একটি সেলুনে উল্টে যায়। ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। পরিচয় জানা যায়নি। আহত ৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার ফলে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ গিয়ে যানজট মুক্ত করার চেস্টা করে।