রক্তের অভাব মেটাতে এগিয়ে এল কালিয়াগঞ্জের গোবিন্দপুর ও মুজিয়া গ্রামের মানুষ
1 min read
অনুপ জয়সোয়াল রক্ত দান মহানদান। এক ফোটা রক্ত কোন এক মমূর্ষ রোগীর প্রান বাচাতে পারে। গৃষ্ম কালিন সময়য় রক্তের অভাব দেখা দেয় জেলা ব্লাড ব্যাঙ্ক গুলিতে। ইতি মধ্যেই রক্তের অভাব দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাঙ্কে। রক্তের অভাব মেটাতে এগিয়ে এল কালিয়াগঞ্জের গোবিন্দপুর ও মুজিয়া গ্রামের মানুষ। রবিবার দুপুরে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি রক্ত দান শিবিরে আয়োজন করে দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে তার সাথে সাথে এলাকার শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বামীজি শিবাৎমানন্দ মহারাজ, বিশিষ্ট বাউল শিল্পী বিনয় কৃষ্ণ মহন্ত,দক্ষ দেবসর্মা, দিপক চদ্র সরকার,সন্তোষ ব্যাঙ্গানী সহ আরো অনেকে। এদিনে রক্ত দান শিবিরে র
ক্ত দাতাদের উৎসাহতা ছিল ভালোই।