বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার শলদা গ্রামে রোমশমাকড়সা দেখে আতঙ্ক
1 min read
বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার শলদা গ্রামে আজরোমশমাকড়সা দেখে আতঙ্ক ছড়ায়।তরুন সরকার নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাড়সাটিকে জারবন্দী করেন।তাই দেখতে গ্রামের লোক ভীড় করে আসে।বনদফতরে খবর দেওয়া হলেও সেখান থেকে কোন গুরুত্ব দেওয়া হয়নি বলে গ্রামবাসীরা জানিয়েছেন।সেখানের বনবিভাগের জনৈক অফিসার বলেন, রোমশ মাকড়সা বাঁকুড়াতে বরাবরই দেখা যায়।আর ৯০০ প্রজাতির মাকড়সা আছে।সবগুলি বিষাক্তও নয়।তবে তাদের দেহের রস মানুষের দেহে না লাগলেই ভালো।উল্লেখ্য, ইতিপূর্বে বাঁকুড়া সোনামুখী ও বিষ্ণুপুরের খড়িকাশুলি গ্রামে ট্যারেনটুলা দেখা গেছে বলে আতঙ্ক ছড়ায়।এর জেরে দুজন হাসপাতালে ভর্তিও হয়।