January 11, 2025

আজ কুশুমণ্ডি গ্রাম পঞ্চায়েত এর বাঘরাইতলাতে ভারতীয় জনতা যুব মোর্চার বৈঠকের পর ৩৭ জন যুবক বিজেপি দলে যোগদান করেন

1 min read
কমল কুমার বিশ্বাস (কুসুমন্ডি)10ই জুন : আজ কুশুমণ্ডি গ্রাম পঞ্চায়েত  এর বাঘরাইতলাতে ভারতীয় জনতা যুব মোর্চার বৈঠকের মাধ্যম দিয়ে ৩৭ জন যুবক বিজেপি দলে যোগদান করেন,উল্লেখ্য অধিকাংশ যুবকই সংখ্যালঘু৷সকলে তৃণমূল কংগ্রেস থেকে যোগদান করেন, তাদের একটাই কথা স্বচ্ছ পশ্চিমবঙ্গ গড়তে তারা বিজেপির এর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে৷
 বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত, জেলা সাধরণ সম্পাদক অমিত খটিক, জেলা সহ-সভাপতি জয়গোপাল গোস্বামী ও অন্যান্য নেতৃত্বগনরা তাদের হাতে পতাকা তুলে দেন l কেন্দ্রের বিজেপি সরকারের ৪ বছরের সাফল্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতির জন্য একাধিক প্রকল্প তাঁদের বিজেপি মুখি করে।অপর দিকে রাজ্যের শাসকদলের অত্যাচার,দুর্নীতি এবং মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে তাঁরা দল ছাড়েন।
আগামিতে সারা জেলার সাথে সাথে কুশমন্ডি  জুড়ে কয়েক হাজার যুবকরা বিজেপির যুব সংগঠনের সাথে যুক্ত হবেন বলে জানিয়েছেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *