January 11, 2025

বংশীপুর গ্রামে পঞ্চাশঊর্ধ ব্যক্তির লালসার শিকার হলো অষ্টম শ্রেণীর তেরো বছরের এক নাবালিকা

1 min read
কমল কুমার বিশ্বাস (কুমারগঞ্জ)10ই জুন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার বটুন পঞ্চায়েতের বংশীপুর গ্রামে পঞ্চাশঊর্ধ ব্যক্তির লালসার শিকার হলো অষ্টম শ্রেণীর তেরো বছরের এক নাবালিকা l অভিযুক্ত ওই গ্রামেরই প্রতিবেশী বাবু বর্মন l
 নির্যাতিতা নাবালিকার বক্তব্য অনুযায়ী সে পাশের বাড়ির এক শিশুকে নিয়ে খেলছিল 6 তারিখ বেলা 11 টা নাগাদ l সেই সময় ওই বাড়ির বাবু বর্মন ,গ্রাম সম্পর্কে দাদু তাকে বলপূর্বক টেনেহিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে…নাবালিকাটি তখন বাঁচার জন্য আর্তনাদ করার চেষ্টা করলে অভিযুক্ত বাবু বর্মন তার মুখে কাপড় ঢুকিয়ে দিতে গেলে সে অভিযুক্তের হাতে কামড় বসিয়ে দিয়ে চিৎকার শুরু করে l মেয়ের আর্তনাদ শুনতে পেয়ে নির্যাতিতার মা ঘটনা স্থলে ছুটে এসে কোনোমতে মেয়েকে উদ্ধার করে l প্রাথমিক ভাবে গ্রাম্য সালিসি সভার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেবার চাপ সৃষ্টি করে স্থানীয় কয়েকজন গ্রামের মাতব্বর lআজ নির্যাতিতা নাবালিকার বাবা ,মা ,দাদু ,দিদা এসে অভিযুক্ত বাবু বর্মনের বিরুদ্ধে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে l কুমারগঞ্জ থানা তৎক্ষণাৎ অভিযুক্তের বিরুদ্ধে তল্লাশিতে নামে…যদিও অভিযুক্ত পুলিশ পৌঁছনোর পূর্বেই গাঁঢাকা দেয় ,কুমারগঞ্জ থানা সূত্রে খবর অভিযুক্তের বিরুদ্ধে পস্কো এক্ট এ কেস চালু হয়েছে l এপ্রসঙ্গে কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঝা জানান অতি দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে lকুমারগঞ্জ থানা বিশেষ সূত্রে খবর পেয়ে দ্বিতীয় বার অভিযান চালিয়ে অভিযুক্ত বাবু বর্মনকে গ্রেপ্তার করে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *