বালিতে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসে ক্রীড়াসেল আয়োজিত নৈশকালীন ক্রিকেট টুর্ণামেন্ট:-
1 min read
কৌশিক ঘোষ(হাওড়া) হাওড়ার বালিতে ৫২ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ক্রীড়া সেল যৌথভাবে শনি ও রবিবার দুদিন ব্যাপি নৈশকালীন ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হল বালি স্পোর্টস সেন্টার মাঠে। ষোলটি দল এই দুদিন ব্যাপি নৈশকালীন নক আউট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করে। খেলায় হাওড়া পৌরনিগমের পৌরপিতা প্রবীর রায় চৌধুরী, বলরাম ভট্রাচার্য, সুমনা মুখার্জি, বেবিজানা,বালিকেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস কার্যকরি সভাপতি অভিজিৎ মাইতি,বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেসের ৫২ নৎ ওয়ার্ডের সভাপতি দেবাজ্ঞন ঘোষ,ডা:রানা চ্যাটার্জী ,বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন। নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ দেখতে প্রচুর দর্শক সমাগম হয়। প্রতিদিনই মধ্যরাত্রি আবদি খেলা হচ্ছে।