দক্ষিণ দিনাজপুরের পতিরাম নিচাবন্দর এলাকায় এক গৃহবধূর অকাল প্রয়ানে গর্জে উঠেছে পতিরামের নাগরিক সমাজ
1 min read
কমল কুমার বিশ্বাস(পাতিরাম)11ই জুন:-গতকাল দক্ষিণ দিনাজপুরের পতিরাম নিচাবন্দর এলাকায় এক গৃহবধূর অকাল প্রয়ানে গর্জে উঠেছে পতিরামের নাগরিক সমাজ l তারা এই মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ l অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী কাল 12ই জুন সন্ধ্যে সাড়ে ছয়টায় পতিরাম তালতলা মোড়ে আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মোমবাতি মিছিলের ডাক দিয়েছেন পতিরামের নাগরিক সমাজ l শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে তারা নিম্নলিখিত আবেদন পত্রটি রেখেছেন প্রতিবাদে সামিল হবার জন্য:-নাগরিক সমাজের আবেদন:-হোক_প্রতিবাদ#দোষীদেরফাঁসিচাইধর্ম ধর্মের জায়গায় থাকুক।রাজণীতি থাকুক রাজণীতির জায়গায়।এখন আর বসে থাকা নয়।এ হত্যার বিচার চাই।পতিরামে আর একটাও “অনন্যা দত্ত” হতে দেব না।
একটা গৃহবধূকে নৃশংসভাবে মাথায় ধারালো কিছু দিয়ে বারংবার আঘাত করে তারপর মাথায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হবে আর আমরা চেয়ে চেয়ে বসে থাকব তা হতে পারে না!প্রথম দুই স্ত্রীকে ভীষণ অমানবিক শারীরিক নির্যাতন করে ডিভোর্স দিয়ে তৃতীয় স্ত্রীকে এইবার নৃশংসতার সাথে হত্যা করা হলো।তারপর দোষীকে পালাতে সাহায্য করলো কেউ বা কাহারা!শেষে প্রমাণ লোপাট করতে গাড়ী জল দিয়ে ধোওয়ার চেষ্টা করছিল কেউ বা কাহারা!এ হত্যার দোষী অবশ্যই একা নয়,হত্যাকারীরা সংখ্যায় একাধিক।সবটাই কি টাকা আর পদের ক্ষমতার জোরে কিনে নেওয়া সম্ভব?
ঐ গৃহবধূটাও তো কারো না কারো বাড়ির মেয়ে!কাল তো আমার-আপনার বাড়ির মেয়ের সাথেও এইরকম ঘটনা ঘটতে পারে!আমরা কি শুধুই চুপ করে থাকব?না আর বসে থাকা নয়।এইবার সময় এসেছে জাতপাত-ধর্ম-রাজণীতির উর্দ্ধে এসে আমাদের চারপাশের সমাজকে বাঁচাতে আমাদের প্রাণের প্রিয়এলাকা পতিরামকে সুস্হ রাখতে আসলে অন্যায়ের বিরুদ্ধে সকলে এক হয়ে সমাজের কীট গুলোকে সরানোর।অপরাধী যাতে কোনোভাবেই যাতে না ছাড়া পায় (খেয়াল রাখতে হবে অর্থ-ক্ষমতা বলের দম্ভেই এতো বাড়বাড়ন্ত হয়েছে।সব কিছুকেই কিনে নেবার আশঙ্কার মেঘ কিন্তু থেকেই যাচ্ছে!)অ্যাক্সিডেন্ট দেখিয়ে ঘটনাকে যাতে ধামাচাপা না দেওয়া হয় তাই আমাদের সকলকে এগিয়ে আসতেই হবে।এই নৃশংস হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পতিরামের সাধারণ বাসিন্দা হিসেবে আমরা মোমবাতি মিছিলের ডাক দিয়েছি।আমরা কি জাতপাত-ধর্ম-রাজনৈতিক মতভেদ ভুলে অন্যায়ের প্রতিবাদে জীবনের কয়েকটা মিনিট কি নষ্ট করতে পারি না?আসুন না আগামী কাল 12/06/2018 তারিখ মঙ্গলবার সন্ধ্যে সারে ছয়টায় (6.30) তালতলা মোড়ে আম্বেদকর মূর্তির পাশে সকলে উপস্থিত হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি মিছিলের মাধ্যমে প্রতিবাদে সামিল হই।সময়=ঠিক সন্ধ্যে সারে ছয়টা (6.30 p.m.)তারিখ=12/06/2018(আগামীকাল মঙ্গলবার)জমায়েত স্হান=পতিরাম তালতলা মোড় (আম্বেদকর মূর্তির পাশে)