January 12, 2025

এআইটিএমসিএসএমসি সভা অনুষ্ঠিত হলো

1 min read

রাহুল রায়,পূর্ব বর্ধমান:এআইটিএমসিএসএমসি  সভাটি কোলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিন 24  পরগনা গ্রুপের সদস্য দের নিয়ে জেলা সভার প্রস্তুতি সভা ছিল। সভাটি কোলকাতার  বিধাননগর রোড স্টেশন সংলগ্ন বাগমারী প্রগতি সংঘের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

 সভাটি সাফল্যমন্ডিত করার জন্য কোলকাতা কর্পোরেশনের 32 নং ওয়ার্ডের পৌরপিতা শান্তিরন্জন কুন্ডু মহাশয় সক্রিয় ভূমিকা নেন।সভায় উপস্থিত ছিলেন এআইটিএমসিএসএমসি  চেয়ারম্যান কপিল তালুকদার,এআইটিএমসিএসএমসি সভাপতি পার্থ বন্দ্যোপাধ্যায়,কার্যকারী সভাপতি অমিতাভ রায়,সহসভাপতি অভিজিত বসু,সাধারন সম্পাদক মৃদূল গোস্বামী, সহ সম্পাদক অভিষেক মিশ্র,সহ সম্পাদিকা উত্তরা দে। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোমা সম্পাদিকা মৌসুমী  সহ অন্যান্য নেতৃবর্গ।সভায়   নদী ও সমুদ্র বেষ্টিত জেলা 24 পরগনার ভৌগলিক অবস্থা বিবেচনা করে ঐ জেলায় আরো দুটি অতিরিক্ত গ্রুপ চালু করা হয়। নব নিযুক্ত জেলা অ্যাডমিন ছোটো ছোটো দলে প্রশিক্ষন দেওয়াএ হয়। সন্ধ্যয় জেলার অন্য একটি অনুষ্ঠানে জেলার বিশিষ্ঠ তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী মদন মিত্র এআইটিএমসিএসএমসি  র কাজের ভূয়সী প্রশংসা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *