ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে অভিনব রক্তদান সম্পর্কীয় প্রশিক্ষণ
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ছত্রপুরে ছত্রপপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে তিনদিন ব্যাপি একটি অভিনব রক্তদান সম্পর্কীয় জেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজন করা হয়।রক্তদান সম্পর্কীয় প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর বিশ্বদ্বীপ চক্রবর্তী বলেন এই উত্তর দিনাজপুর জেলা ভিত্তিক অভিনব রক্তদান সম্পর্কীয় প্রশিক্ষন শিবিরে মোট ৩৭জন রক্তদান সম্পর্কীয় সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষণ নেয়। ভবিষ্যতে প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা উত্তর দিনাজপুর জেলার রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরো বেশি বেশি করে প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের উৎসাহ সৃষ্টি করবে বলে তিনি মনে করেন।।
অনুষ্ঠাননে উপস্থিত ছিলেন বিদ্যাচক্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামী, কৌশিক ভট্টাচার্য,পশ্চিমবঙ্গ ভলেন্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের জেলা সম্পাদক সুব্রত সরকার,শুভ্রা বিশ্বাস,অরুনজ্যোতি গোঁস্বামী ,সম্বিত চ্যাটার্জি ও জয়ন্ত মন্ডল।প্রশিক্ষণ শুরু হয় গত৮ই জুন এবং শেষ হয় ১০ই জুন।