নিম্নমানের মিড ডে মিলের সামগ্রী ব্যবহারের অভিযোগ
1 min read
শুভজিৎ চৌধুরী, উত্তর দিনাজপুর, ১২ মে : নিম্নমানের মিড ডে মিলের সামগ্রী ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন পরিষেবা না মেলায় ক্ষুব্ধ ইসলামপুর স্টেট ফার্ম কলোনী হাই স্কুলের অভিভাবক ও স্থানীয়রা। জানা গিয়েছে, ইসলামপুর স্টেট ফার্ম কলোনী হাই স্কুলে দীর্ঘদিন ধরে পোকা সহ চাল দিয়েই মিড ডে মিলের রান্না চলছে বলে অভিযোগ। এছাড়াও সবজির মান খুব খারাপ, ডিম অমলেট করে ছোট টুকরো দেওয়া হয় বলে খোদ পড়ুয়াদের অভিযোগ। পাশাপাশি প্রতিটি ক্লাসরুমে পাখা নেই, যা আছে তাও খারাপ এবং পড়ুয়াদের ইউরিন টয়লেট রুমের অবস্থা ভয়াবহ, জলের বাবস্থা নেই, দরজা ভাঙা ও পানীয় জলের বাবস্থা নেই বলে জানিয়েছে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ পরিষেবা না দিয়ে নিম্নমানের সামগ্রী খাইয়ে সরকারী অর্থ আত্মসাৎ করছে। যার ফলে অনেক পড়ুয়া মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে। অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, কেউ আমার কাছে এই বিষয়ে কোনো অভিযোগ জানায় নি। আমি সাত দিনের মধ্যে একটি মোটিং ডেকে ব্যবস্থা নেব।