উত্তর দিনাজপুর জেলার শান্তিশৃক্ষলা বজায় রাখতে জেলার পুলিশ প্রশাসন দৃঢ প্রতিঙ্গাবদ্ধ জানালেন পুলিশ সুপার শ্রী অনুপ জয়সোয়াল
1 min readবিনোদ রুংন্টা:- উত্তর দিনাজপুর জেলার শান্তিশৃক্ষলা বজায় রাখতে জেলার পুলিশ প্রশাসন দৃঢ প্রতিঙ্গাবদ্ধ।জেলার পুলিশ প্রশাসন এব্যাপারে সর্বক্ষন নজরদারী রাখবে বলে এক সাক্ষাৎকারে একথা জানালেন উত্তর দিনাজপুর জেলার কর্মঠ এবং কর্তব্যাপায়ন পুলিশ সুপার শ্রী অনুপ জয়সোয়াল। তিনি বলেন উত্তর দিনাজপুর জেলা বরাবর ই শান্তিপ্রিয় এলাকা।এখানকার মানুষ সর্বদা শান্তিতে থাকতে ভালবাসেন।তাই শান্তিপ্রিয় মানুষদের পাশে থেকে অত্যন্ত্ প্রহবীর মতো কাজ করে যাবে জেলার পুলিশ প্রশাসন। প্রত্যেকটি পুলিশ কর্মি দক্ষ্যতার সাথে মানুষের পাশে থেকে কাজ করে চলবেন।জেলায় অপরাধ মূলক কাজের কোন স্থান নেই।যারাই ই কাজে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।