ইসলামপুরের ফাস্ট ট্র্যাক সেকেন্ড আদালত ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করলো মায়ের খুনে অভিযুক্ত ছেলেকে
1 min read
শুভজিৎ চৌধুরী, উত্তর দিনাজপুর, ১২ মে : মঙ্গলবার ইসলামপুরের ফাস্ট ট্র্যাক সেকেন্ড আদালত ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করলো মায়ের খুনে অভিযুক্ত ছেলেকে। উল্লেখ্য, ইসলামপুর থানার কলেজ পাড়া এলাকার পার্বতী দত্তের সাথে তাঁর ছেলে গৌতম দত্তের পারিবারিক বিবাদের জেরে গত ২০১৪ সালের ১১ ডিসেম্বর গৌতম কাঠের বাটাম দিয়ে তাঁর মাকে মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পার্বতী দেবীর।
খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৌতম দত্তকে গ্রেপ্তার করলে সেই সময় থেকেই গৌতম ইসলামপুর সংশোধনাগারে বন্দী ছিল। পার্বতী দেবীর মেয়ে অন্যপূর্ণা দত্তের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর সংশোধনাগারে থাকার পর আজ সেই মামলার রায়ে গৌতম দত্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে।ইসলামপুর আদালত চত্ত্বরে হাজির অন্যপূর্ণা দত্ত বলেন, মায়ের পাশাপাশি ভাইকে হারাবার যন্ত্রনা রয়েছে তবে আদালতের রায়ে আমি খুশি।ইসলামপুর আদালতের সরকারী আইনজীবী জামালউদ্দিন বলেন, ইসলামপুর থানায় ২০১৪ সালের একটি খুনের মামলায় অভিযুক্ত গৌতম দত্তকে তাঁর মাকে খুন করার অপরাধে ফাস্ট ট্র্যাক সেকেন্ড বিচারক অরুন রাই ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছেন। জরিমানা না দিতে পারলে আরও ১ বছরের কারাদণ্ড হবে। এই মামলা চলাকালীন ১৩ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক।