স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলো অভিযুক্ত দিবাকর ঘোষ
1 min readকমল কুমার বিশ্বাস(বালুরঘাট)12ই জুন :দক্ষিণ দিনাজপুরের পতিরামের নিচাবন্দরে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলো অভিযুক্ত দিবাকর ঘোষ। আজ বিকেলে তাকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় দিবাকরকে। তবে গ্রেপ্তার করা যায়নি দিবাকরের মা অর্চনা ঘোষকে। পাওয়া যায়নি দিবাকরের মেয়েকেও। পুলিশ ধৃতকে
জিজ্ঞাসাবাদ করছে।