কালিয়াগঞ্জ নব বারধীধাম লোকনাথ মন্দিরের দ্বিতীয় বার্ষিক মহামিলন উৎসবের বিশাল শোভাযাত্রা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩ জানুয়ারি:_বৃহস্পতিবার কালিয়াগঞ্জ নব বারদী ধাম লোকনাথ মন্দিরের দ্বিতীয় বার্ষিক মহামিলন উৎসবের আজ ছিল বাবার পাদুকাসহ বর্ণাঢ্য শোভাযাত্রা সহ অভিষেক বাড়ি আনয়ন। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি, স্বামী জ্যোতির্ময়যানন্দ মহারাজ, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রাম নিবাস সাহা বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বেদিয়েি সহ কালিয়াগঞ্জ শহরের ভক্তগন। এই অনুষ্ঠান শুরু হয়েছিল বুধবার সকাল সাতটায় শ্রীশ্রী গীতা পাঠ ও গৈরিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।
ঐদিন বিনামূল্যে স্বাস্থ্য শিবির বিশিষ্ট অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের দ্বারা। এক সাক্ষাৎকারে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন। কালিয়াগঞ্জের নবনির্মিত নব বারদিধাম শ্রী শ্রী লোকনাথ মন্দির এর মহামিলন উৎসব দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। তিনি বলেন এই নব বারদী ধাম লোকনাথ মন্দির একদিন কালিয়াগঞ্জ দর্শনীয় মন্দির রূপে প্রতিষ্ঠা হবে বলে তিনি মনে করেন ।