মহেন্দ্রগঞ্জ_রায় কলোনির আমরা কজন ক্লাবের উদ্যোগে রামপূজা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২২ জানুয়ারি :বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্র গঞ্জ রায় কলোনি আমরা কজন ক্লাবের উদ্যোগে রাম পূজা অনুষ্ঠিত হচ্ছে যজ্ঞ সহকারে।বিশাল এলাকা সুন্দর ভাবে সাজিয়েছে এলাকার মানুষজন।আমরা কজন ক্লাবের সদস্যরা

জানান তারা ভগবান রাম চন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তাদের এই উৎসব দ্বিতীয় বর্ষে পদার্পন করলো বলে জানান। যজ্ঞ শেষ হয়ে যাবার পর রাম ভক্তদের মধ্যে প্রসাদ দেবার আয়োজন চলছে। চলবে গভীর রাত ধরে ভক্তিগীতি সঙ্গীতের অনুষ্ঠান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *