বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কালিয়াগঞ্জে দুদিনব্যাপী সংগীত ও নৃত্য প্রতিযোগিতা
1 min read
তপন চক্রবর্তী--আগামী ১২ও১৩ই আগস্ট১৮উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে বিশ্বব্ঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে দুইদিন ব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠানের সাথে দুটি আলাদা আলাদা বিভাগে সঙ্গীত,নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন পত্রের নমুনা দেওয়া হয়েছে।
যোগাযোগের সুবিধার জন্য আবেদনপত্রে ফোন নম্বর দেওয়া হয়েছে।প্রকাশ,যে সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগিনিরা কালিয়াগঞ্জের প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করবেন তাদের আগামী ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বার্ষিক সম্মেলনে অংশ গ্রহন করবার সুযোগ পাবে বলে জানালেন জেলা সম্পাদক বাপী গোস্বামী।