January 12, 2025

রাজ্য সরকারের দিশা প্রকল্পের এক আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে কুমারগঞ্জ ব্লকে দক্ষিণ দিনাজপুরের নব নিযুক্ত জেলা শাসক

1 min read
কমল কুমার বিশ্বাস (কুমারগঞ্জ)21শে জুন:-  দক্ষিণ দিনাজপুরের নব নিযুক্ত জেলা শাসক শ্রীমতি দিপাপ প্রিয়া পি এক ঝটিকা সফরে আজ কুমারগঞ্জ ব্লকে এলেন l
 পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের দিশা প্রকল্পের এক আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে আসেন তিনি l আজকের এই কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন কুমারগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবদত্ত চক্রবর্তী ,কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালের বি.এম.ও.এইচ ডঃ পুষ্পেন্দু ভট্টাচার্য্য,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ক্ষেমসুন্দর মন্ডল ও অন্যান্যরা l 
  মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সরকারি সুযোগসুবিধা ও তাদের জন্য বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদের জাগরুক করার জন্যই এই অনুষ্ঠান lআদিবাসী মানুষজনের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প থাকলেও তাদের না জানার জন্য সেইসকল সুযোগ সুবিধা  থেকে তারা বঞ্চিত থেকে যাচ্ছে l যদিও আজকের এই আউট রিচ প্রোগ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের উপস্থিতি খুবই নগন্য ছিল l শাসক দলের লোকেদের  উজ্জ্বল উপস্থিতিই সভা কক্ষকে ভরিয়ে তোলে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *