দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে সমব্যাথী প্রকল্পের অধীনে সহায়ক অর্থ প্রদান হলো আজ
1 min read
কমল কুমার বিশ্বাস (কুমারগঞ্জ) 21শে জুন:-দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে সমব্যাথী প্রকল্পের অধীনে সহায়ক অর্থ প্রদান হলো আজ l
কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের চেম্বারে এলাকার দুস্থ মানুষদের হাতে নগদ দুহাজার টাকা প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় l আনুষ্ঠানিক ভাবে সাত জন বেনিফিসিয়ারির হাতে এই সহায়ক অর্থ তুলেদেন কুমারগঞ্জ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবদত্ত চক্রবর্তী,কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী পার্থ ঝা ,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী ক্ষেমসুন্দর মন্ডল ও অন্যান্যরা l