January 12, 2025

কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে সাংগঠনিক সভা

1 min read
রাহুল রায় ঃ- বৃহস্পতিবারদিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফ থেকে দেশ মেডিকেল গেটের সামনে,দেশ মেডিকেলের ম্যানেজমেন্ট সাথে শ্রমিকদের দাবি দাবানিয়ে ও কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে সাংগঠনিক সভার  আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি মদন মিত্র মহাশয়, প্রগতিশীল হকার ইউনিয়নের   সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুন্না বাজপেয়ী মহশয়, সভাপতি কমল ব্যানার্জি মহাশয়, সহ-সভাপতি ইন্দ্রনীল মুখার্জি মহাশয়, রতনলাল আগরওয়াল, সারিক আমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *