চোপরামারি নিহত সমিরুল ইসলামের বাড়ির পরিবারের সাথে আব্দুল মান্নান
1 min read
মুতাহার কামাল : – চোপড়াঃ-আজ চোপড়া থানার দাসপাড়া 7 নং ও 6 নং অঞ্চলের চোপড়া কংগ্রেস ও সিপিআই(এম) সমর্থিত দু-টি অঞ্চলে জনসভার আয়োজন করা, হয় উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধীদলের নেতা মহঃ আব্দুল মান্নান।তিনি প্রথমে চোপরামারি নিহত সমিরুল ইসলামের বাড়ির পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎকার করেন,মহঃ আব্দুল মান্নান নিহত সমিরুলের স্ত্রীকে বলেছেন আপনার স্বামীর খুনিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
,এবং তিনি আরো বলেছেন এ লড়াই আপনার আমার সবার লড়াই এ লড়াই চালিয়ে যেতে হবে এবং এই লড়াইয়ে ভেঙ্গে পড়লে চলবে না,আপনার স্বামীর খুনিদের উপযুক্ত শাস্তির জন্য ব্যবস্থা আমাদের পার্টি থেকে অবশ্যই নেওয়া হবে। এবং সেখান থেকে তিনি বেড়িয়ে গোয়াবাড়ির জনসভার কাজ সেরে লালবাজার বৈশাখী কর্মকারের বাড়ির লোকজনের সাথে কথা বলেন, এর পড়ে তিনি লালবাজার আয়োজিত জনসভায় বলেন তৃণমূলকে আমরা দুর্নীতি করে চোপড়া থানা আর এক ইঞ্চিও জায়গা ছেড়ে দেব না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
লালবাজারে জনসভায় তিনি বলেন TMC শুধু চোপড়া থানায় নয় পুরো পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে এজন্য আমাদের সিপিএম এর সাথে জোট, এটি সাধারন মানুষের জোট এবং এই জোটে মানুষেরই জয় হবে ,তিনি বলেন আমাদের সাধারণ মানুষকে এক হতে হবে, এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।এই বলে তিনি সেখান থেকে বেড়িয়ে siliguri একটি জনসভায় উদ্দেশ্যে রওনা দেন।