দক্ষিণ দিনাজপুরের অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে রাহুল সিনহা
1 min read
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)22শে জুন :-দক্ষিণ দিনাজপুরের অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে রাহুল সিনহা l পঞ্চায়েত নির্বাচন পরবর্তীতে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসককে দ্বিতীয় বারের জন্য ডেপুটেশন দিলো বিজেপি l মূলত পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাস ও পুলিশি নিষ্ক্রিয়তা,প্রশাসনিক পক্ষপাতিত্ব মূলক আচরণ,নির্বাচন পরবর্তীতে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো,বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো,দুলাল কুমার সহ অন্যান্যদের খুনের প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি l
আজ এইরাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ,বিজেপির মাদারিহাট বিধানসভার বিধায়ক মনোজ টিগ্গা,বিজেপি রাজ্য কমিটির সহ-সভানেত্রী মৌসুমী বিশ্বাস,উত্তর বঙ্গের দলীয় ইনচার্জ রথীন বোস,বিজেপি রাজ্য সংখ্যালঘু মোর্চার সহ-সভানেত্রী ও দুবারের কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক মাফুজা খাতুন ,বালুরঘাট লোকসভা কেন্দ্রের পালক প্রদীপ সরকার , দক্ষিণ দিনাজপুর জেলা পর্যবেক্ষক সঞ্জীব মিশ্র প্রমুখ l এপ্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান – “এযাবৎ যত রাজনৈতিক জমায়েত এই জেলায় হয়েছে আজকের জমায়েত তাদের প্রশ্ন চিহ্নের সামনে ফেলে দিয়েছে l মূলত যেকোনো প্রকারেই পঞ্চায়েত ভোট জিততে হবে এই ভাবনা থেকে রাজ্যজুড়ে যে সন্ত্রাস ও ভয়ের বাতাবরণ তৈরী হয়েছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ l মনোনয়ন পর্ব থেকে শুরুকরে ,নির্বাচন পর্ব এবং পরিশেষে গণনার দিনেও যে ভাবে ভোট লুট হলো তার বিরুদ্ধে এই প্রতিবাদ ,বিজেপি কর্মী দের যেভাবে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ ,গণতন্ত্র রক্ষার জন্য এই প্রতিবাদ l
তিনি বলেন গত 23:5:18 তারিখে যে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হয়েছিল তার ফলশ্রুতিতে জেলা শাসককে সরতে হয়েছিল এবং আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির পর জেলা পুলিশ সুপার কেও সরতে হবে ,নইলে যতদিন পর্যন্ত না তাকে সরানো হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি তীব্র থেকে তীব্রতর হবে l “বিজেপি নেত্রী মাফুজা খাতুন বলেন – “গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলী গুন্ডা বাহিনী ও পুলিশ যৌথ ভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল ,তার বিরুদ্ধেই এই প্রতিবাদ l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত 18ই জুন থেকে 23 শে জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলা শাসককেই ডেপুটেশন দেয়া হবে l ” বিধায়ক মনোজ টিগ্গা বলেন – “কিভাবে ছাপ্পা দিতে হয় মানুষ এই সরকারের আমলে শিখছে ও দেখছে l রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে বলছেন আমি আদিবাসীদের নিয়ে খুব ভাবছি ,আর কাজে তিনি আদিবাসী মন্ত্রী জেমস কুজুরকে সরিয়ে দিয়েছেন l তিনি বলেন এরাজ্য থেকে রাজ্য সভাতে পাঁচ জন রাজ্য সভার সাংসদ মনোনীত হলো ;কোই কোনো আদিবাসী কে মনোনীত করা হলোনা কেন ? অথচ পাশের রাজ্য ঝাড়খন্ড থেকে এক জন মনোনয়ন পেলেও বিজেপি ওই একজনই আদিবাসী সমীর ওঁরাওকে রাজ্য সভায় পাঠিয়েছে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা নিয়েও তিনি টিপ্পনি কাটেন l উনি বলেন অন্যান্য রাজ্যে জুন 18 তে ঘোষণা হলে মহার্ঘ্য ভাতা সরকারি কর্মীরা পান জানুয়ারি 18 থেকে ;আর এ রাজ্যে সেটা চালু হয় জানুয়ারি 19 থেকে l” উনি হিন্দিতে বলেন “হাম জিতে হ্যায় তো ভারত মাতা কে লিয়ে,মরতে হ্যায় তো ভারত মাতা কে লিয়ে”,” জিস কাশ্মীরমে শহীদ হুয়ে থে মুখার্জি ও ভি হামারা হ্যায় ওউর জিস বাঙাল মে জন্মাথা মুখার্জি বো ভি হামারা হোগা l” সব শেষে বক্তব্য দিতে ওঠেন রাহুল সিনহা l তিনি বলেন “হারার ভয়েই মমতা এখন থেকেই ইভিএম জূজূ দেখতে শুরু করেছেন l তিনি বলেন 2019 শে দিদির নয় দাদার পুলিশ দিয়ে ভোট হবেlCbi কর্তা কলকাতায় এসেছেন ,কিন্তু তৃণমূল নেতাদের এতো ভয় কেন ?
কারণ চোরের মন পুলিশ পুলিশ l জেলা শাসক আজ অনুপস্থিত থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং” শুভেন্দু বাবু কে বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের এর পরামর্শ দেন “এছাড়াও আজকের এই সভায় cpim এর প্রাক্তন লোকাল সম্পাদক প্রদীপ কুমার দাস (পিন্টু) ও RSP দলের প্রাক্তন লোকাল সদস্য শ্যামল মন্ডলের নেতৃত্বে 600 জন বাম কর্মী বিজেপি তে যোগদান করেন l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});