January 12, 2025

হাওড়ায় শুরু হল ১৯তম বঙ্কিম মেলা

1 min read
কৌশিক ঘোষ,হাওড়া:– শুক্রবার বিকালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্রোপাধ‍্যায়ের  ১৮১তম জন্মবার্ষিকী স্মরণে হাওড়া বঙ্কিম মেলা কমিটি ও হাওড়া সিটিজেন্স ফোরামের উদ‍্যোগে হাওড়ার সরৎসদন চত্বরে শুরু হল বঙ্কিম মেলা-২০১৮।হাওড়ার পঙ্চাননতলা রোডে বঙ্কিমচন্দ্র যে বাড়িতে তার কর্মজীবন কাটিয়েছেন সেইবাড়ির চত্বরে ই প্রতিবছর এই মেলা হয়। কিন্তু সেখানে এখন বঙ্কিম গ্রন্থাগার ,সংগ্রহশালা,পেখ‍্যাগৃহ, ও বঙ্কিমপার্কের সৎস্কারের কাজ চলায় এবছর ই প্রথম হাওড়ার সরৎসদনে ওই মেলা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ‍্যর সমবায় মন্ত্রী আরুপ রায়,মন্ত্রী মলয় ঘটক,বিধায়ক ব্রজমোহন মজুমদার,হাওড়া বনিকসভার সভাপতি শঙ্কর স‍্যান‍্যাল,হাওড়া পৌরনিগমের পৌরপিতা সৌরভ দাস সহ অন‍্যান‍্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ২৬জুন পর্যন্ত এই মেলা চলবে। বঙ্কিম সাহিত্য চর্চার পাশাপাশি  অনেক সংস্থা ওই মেলায় স্টল দেয়।।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *