January 12, 2025

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের দপ্তরে উদ্যোগে ঢালাই রাস্তা

1 min read

রাহুল রায়,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান  কাটোয়া ২নং ব্লকের অন্তর্গত শ্রীবাটি পঞ্চায়েতের অধীন নন্দীগ্রামে আদিবাসী পাড়া থেকে নন্দেশ্বরীপাড় হয়ে   নতুন পুকুর ঘাট হয়ে স্কুল জাবার ঢালাই রাস্তার কাজ চলছে।

এই রাস্তাটি পশ্চিমবঙ্গ সরকার    পঞ্চায়েত ও  গ্রামোন্নয়নের দপ্তরে উদ্যোগে ঢালাই রাস্তাটি করা হচ্ছে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৭-১৮অর্থবর্ষে যে রাস্তাগুলি অত্যন্ত খারাপ  হয়েছে  সেই রাস্তাগুলি সংস্কার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের দপ্তর থেকে টাকা বরাদ্দ করেছে। এই ঢালাই রাস্তাটি ১০ফুট চওড়া হয়েছে।  প্রতিদিন কয়েকশো মানুষের জনের যোগাযোগের  ঢালাই রাস্তার উপর  নির্ভরশীল। এই ঢালাই রাস্তাটি হওয়ার জন্য গ্রামবাসীরা খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *