January 12, 2025

তপন প্রাইমারি টিচার্স কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের 24তম বার্ষিক সাধারণ সভা

1 min read
কমল কুমার বিশ্বাস(তপন) 23শে জুন:-দক্ষিণ দিনাজপুরের তপন রবীন্দ্র ভবনে আয়োজিত হলো তপন প্রাইমারি টিচার্স কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি  লিমিটেডের 24তম বার্ষিক সাধারণ সভা l প্রথমে সোসাইটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পতাকা উত্তোলন করেন সোসাইটির বোর্ড অফ ডিরেক্টরেটস এর সভাপতি সঞ্জীব আচার্য্য l এরপর অতিথি বরণ হয় l বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক নেতা দিলীপ ঘোষ ,সুভাষ চন্দ্র লাহা,অজয়  বসাক প্রমুখ l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এরপর বোর্ড অফ ডিরেক্টরস এর সম্পাদক দীপঙ্কর মোহন্ত শোকপ্রস্তাব পাঠ করেন ও বিগত দিনে যে সমস্ত শিক্ষক ,শিক্ষিকা ,বিজ্ঞানী,রাজনীতিবিদ,সাহিত্যিক,ক্রীড়াবিদ,সংগীতজ্ঞ,কবি দের জীবনাবসান হয়েছে তাদের আত্মার শান্তির লক্ষে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সমস্ত শিক্ষক সদস্যরা l  সমিতির রীতি অনুযায়ী গত আর্থিক বর্ষে যেসকল শিক্ষক রিটায়ার্ড করেছেন তাদের এই বার্ষিক অনুষ্ঠানে সন্মান জ্ঞাপন করা হয় l বিদায়ী তিন শিক্ষক হলেন জ্যোতিন মেহেরা,সুব্রত মুখার্জি,পিনাকী রঞ্জন দেব l এর পরের পর্বে চলে প্রতিবেদন পাঠ l প্রতিবেদন অনুযায়ী এই সোসাইটির বর্তমান সদস্য সংখ্যা 256 জন ,যার মধ্যে 50 জন শিক্ষিকা l সমিতির বর্তমান ওয়ার্কিং ক্যাপিটাল 4,49,46,675 টাকা l এপ্রসঙ্গে সমিতির সম্পাদক দীপঙ্কর মোহন্ত জানান -“বর্তমানে স্বচ্ছতা রাখার জন্য কোনো প্রকারের লেনদেন নগদে হয় না ,আমরা  কম্পিউটার ব্যবস্থা চালু করেছি ,এবং আমাদের সমিতি জেলার মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ট প্রদান করে l এছাড়াও Thrift fund এর ক্ষেত্রে সর্বোচ্চ সুদ দেয়া হয় l সভা শেষে প্রত্যেক সদস্যকে ডিনার সেট গিফট দেয়া হয় l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *