মন্দিরে অমবতী উপলক্ষে
1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান কাটোয়া ২নংব্লকে অমবতী উপলক্ষে কিছু পাড়ার মহিলারা একটি মন্দিরে পূজো দেয়ার জন্য ভিড় জমায়। একই সাথ বাংলার আষাঢ় মাসেশনিবারদিন দুপুরবেলায় নন্দীগ্রামে খুললেরপারের মাঠেএলাকায় ধুম ধাম সহকারে দশহরা দেবীর পূজো শুরু হয়, এখানে কোন দশহরা দেবীর মূর্তি নেয় এখানে দশহরা দেবী গাছতলায় পূজো হয়, দশহরা দেবীর পূজো উপলক্ষে পশু বলিদান প্রথা রীতি আছে, দশহরা দেবীর পূজোর দেখার জন্য গ্রামবাসীরা ভিড় জমায়। দশহরা দেবীর পূজো কে কেন্দ্র করে গ্ৰামবাসীরা আনন্দে মেতে ওঠেন।