January 12, 2025

কালিয়াগঞ্জ ব্লকের গ্রামে গঞ্জে পদ্মফুলের চাষ বৃদ্ধি ঘটায় তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন কি আসন্ন?-

1 min read

  তপন চক্রবর্তীখুব অল্প সময়ের মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের গ্রামে গঞ্জে বিজেপির  দ্রুত উত্থান ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসকে ভাবিয়ে তুলেছে তা পরিষ্কার। বিগত পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই কালিয়াগঞ্জ ব্লকের কমবেশি ৮টি গ্রাম পঞ্চায়েতেই পদ্ম ফুলের উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করে ছিল তার সঠিক খবর রাখতে ব্যর্থ হয়েছে জোড়া ফুলের চাষিরা। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


তৃণমূল কংগ্রেসের  নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা ক্ষুব্ধ হয়ে একই কথা বলতে  থাকে আমরা দেখেছি জেলার মধ্যে কালিয়াগঞ্জ ব্লকে প্রায় প্রতিদিন তৃণমূলের জয়েনিং প্রোগ্রাম অনবরত হয়েছে।প্রায় প্রতিদিন কংগ্রেস,সিপিএম থেকে ঘাসফুলে নাম লিখলেও তবে এরা কারা?।কালিয়াগঞ্জ ব্লকের ৮টি অঞ্চল থেকে  নিয়মিত যারা তৃণমূল দলে যোগ দিয়েছিল  তাহলে এই সব লোক কি আদৌ তৃণমূল দলে যোগ দিয়েছিল?নাকি শুধুমাত্র নামটাই লিখিয়েছিল লোক দেখানোর জন্যে? এসব তাহলে স্রেফ লোক দেখানো?ব্লক সভাপতির দায়িত্বে যিনি আছেন তিনি কি গ্রামের মানুষদের কথাবার্তা অথবা গ্রামের লোকেদের থেকে পদ্মফুলের সামান্যতম গব্ধ পায়নি?


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 কালিয়াগঞ্জ ব্লকে যদি কংগ্রেস বা সিপিএম পঞ্চায়েত গুলি দখল করতো তাহলে আমাদের কিছুই বলার ছিলনা।কিন্তু একটা সম্পুর্ন নতুন দলের কর্মীরা গ্রামকে গ্রাম চষে বেরিয়ে তৃণমূল দল থেকে বিজেপি দলে  নিয়ে গিয়ে নিঃশব্দে বিপ্লব ঘাটিয়ে দিল অথচ তৃণমূলের ব্লক সভাপতি দধী মোহন দেবশর্মা কিছুই টের পর্যন্ত পেলেন না?কালিয়াগঞ্জে আদৌ কি কোন  তৃণমূলের সংগঠন আছে?তাই কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল দলকে লোকসভা নির্বাচনের আগে  শুন্য থেকে সংগঠনকে ঢেলে সাজাতে দাবার চাল ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে বলে জানা যায়।

লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ ব্লকে তৃণমূলের ফলাফল ভালো করতে গেলে একজন ইয়ং এনারজেটিক লড়াকু  মানসিকতার তৃণমূল নেতাকে চাই।শোনা যাচ্ছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির দৌড় থেকে নিতাই বৈশ্যের  স্ত্রীকে কৌশলে সরিয়ে দেবার জন্য নিতাই বৈশ্যকেই সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা যায়।জানা যায় বিদায়ী কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য ৫বছর পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সফলভাবে চালনা করায় তিনি প্রতিটি এলাকা সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল।কালিয়াগঞ্জ শহর ও গ্রামে নিতাই বৈশ্যর নাম নিয়ে চলছে জোর আলোচনা।এছাড়া তৃণমূল ব্লক কংগ্রেস সভাপতি দধি বাবু এবার জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের দায়িত্ব সামলিয়ে ব্লকের দায়িত্ব হাতে রেখে কাজ করা তার পক্ষে সামাল দেওয়া অসম্ভব বলেই তৃণমূলের জেলা নেতৃত্বরা ভাবছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অপরদিকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থাও এক কথায় শোচনীয় বললেও ভুল বলা হবেনা।কারন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নামকে ওয়াস্তে জয়ন্ত সাহার উপর দায়িত্ব থাকলেও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দলে তার কোন গুরুত্ব নেই।জয়ন্ত সাহার সাথে কালিয়াগঞ্জের তৃণমূল নেতাদের সম্পর্কও একদম ভালো নয়।প্রায় তলানিতে বলাই ভালো।তাই ব্লকের খোলনালচে পাল্টানোর সাথে সাথে শহর তৃণমূলের সভাপতির পদ এমন একজন ব্যক্তিকে দেবার কথা ভাবা হয়েছে বলে শোনা যাচ্ছে যে ব্যক্তির ব্যক্তিগত কারিশমা সভাপতির পদকে মজবুত করার সঙ্গে সঙ্গে শহরের তৃণমূ সংগঠনকে শক্তিশালী করবার মত কারিশমা আছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শোনা যাচ্ছে এই নিরিখে কালিয়াগঞ্জ শহরে নাকি একজন ব্যক্তিই আছেন যারা নাম এখন প্রত্যেকের মুখে মুখে তিনি কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল। যদিও কার্তিক পাল কিন্তু এব্যাপারে মুখে কুলুপ এটে বসে আছে।চেয়ারম্যান কার্তিক পালকে তৃণমূলের পরিবর্তন সম্পর্কে প্রস্ন করলে তিনি বলেন আমার কাছে কোন খবর নেই।এই প্রথম শুনলাম।কার্তিক বাবু বলেন তিনি পৌরসভার যে বড় দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে পারলেই তিনি যথেষ্ট মনে করেন।এর পরে আর নতুন করে দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়।অপর দিকে শহর তৃণমূলের কালিয়াগঞ্জের সভাপতি জয়ন্ত সাহা বলেন আপনি যা শুনেছেন আমিও লোকের মুখে তাই শুনেছি।দল যখন যে নির্দেশ দেবে সেইভাবেই কাজ করবো।যারা সংগঠনকে শক্তিশালী করতে পারবে আমাদের দলের নিয়মে তারাই দলের হাল ধরবে।দলের সংগঠন দিন দিন বেড়েই যাচ্ছে ভবিষ্যতে আরো বাড়বে বলেই তার মনে হয়।তবে পুরাতন চালের কোন দাম নেই আমাদের দলে।তবে পঞ্চায়েত নির্বাচনের সময় গ্রামের মানুষেরা যে পদ্বতি অবলম্বন করে তৃণমূলে থেকেও বিজেপির পদ্মফুলে ভোটটা দিয়েছিল।আসছে লোকসভা নির্বাচনের প্রাকমুহূর্তে তৃণমূলের বেশ কিছু সমর্থক সহ কালিয়াগঞ্জের কিছু তৃণমূল নেতা যে পদ্মফুল শিবিরে যাবার জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছে এব্যাপারে কোন সন্দেহ নেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *