January 12, 2025

ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির আত্ম বলিদান দিবস উপলক্ষে রক্তদান শিবির হলো হিলিতে

1 min read
কমল কুমার বিশ্বাস(হিলি) 23শে জুন :-ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির আত্ম বলিদান দিবস উপলক্ষে রক্তদান শিবির হলো হিলিতে l   আজ দক্ষিণ দিনাজপুরের হিলিতে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির স্মরণে  সন্যাসিতলা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করলো বিজেপির বর্তমানে দল ছুট নেতা কর্মীরা l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ন্ত প্রামানিক,মহাবীর প্রসাদ সারোগী,পিন্টু সরকার ,অমলেন্দু ঘোষ ,সুভাষ বর্মন ,নরোত্তম রায় প্রমুখেরা l  প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন ও স্মৃতিচারণার মধ্যদিয়ে শুরু হয় এই মহতী উদ্যোগ l মোট 42 জন মানুষ এই মহতী উদ্যোগ কে সাফল্যমণ্ডিত করতে রক্ত দান করেন l  এপ্রসঙ্গে একদা বিজেপি নেতা জয়ন্ত প্রামানিক বলেন -“সংগঠনের দায়িত্বে থাকাকালীন সময় থেকে আমরা বছরে দু বার রক্তদান এর আয়োজন করি; 11ই ফেব্রুয়ারি দীনদয়াল উপাধ্যায়ের স্মরণে এবং 23শে জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে আত্মবলিদান দিবস হিসেবে l প্রায় দশ বছর ধরে চলছে এই উদ্যোগ l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তবে বর্তমানে যারা বিজেপির নেতৃত্বে তাদের বিরোধিতা সত্ত্বেও সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছেন তার জন্য আমরা ভীষণ খুশি l   এবিষয়ে বিজেপির জেলা সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *