January 12, 2025

রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক অবসর প্রাপ্ত কর্মচারীদের পেনশন কমিটি গঠন-

1 min read

তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে গঠিত হল রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন কমিটি।
৬জনের এই নুতন কমিটির চেয়ারম্যান হলেন শিশির ভট্টাচার্য ও সম্পাদক হলেন রাম রঞ্জন দাস।সভায় সিদ্ধান্ত হয় অবিলম্বে তারা রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমস্যা নিয়ে ব্যাঙ্কের কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন বলে নুতন কমিটির সম্পাদক রাম রঞ্জন দাস জানান।রবিবারের এই সভায় রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের ৩৬জন অবসর প্রাপ্ত কর্মচারীরা অংশগ্রহণ করেন বলে সম্পাদক রাম রঞ্জন দাস জানান। সভায় ইসলামপুর,কালিয়াগঞ্জ, রসাখোয়া ,চোপড়া,ডালখোলা,ইটাহার প্রভৃতি স্থান থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *