মানবিকতার সাক্ষাৎ দর্শন হলো দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক শ্রীমতি দিপাপ প্রিয়া পি এর মানবিক কর্মকান্ডের মধ্যদিয়ে
1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)26শে জুন:- মানবিকতার সাক্ষাৎ দর্শন হলো দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক শ্রীমতি দিপাপ প্রিয়া পি এর মানবিক কর্মকান্ডের মধ্যদিয়ে l গত তেইশ বছর ধরে বিছানায় শয্যাশায়ী এক প্রতিবন্ধী যুবক ,সে বেঁচে রয়েছে না মরতে বসেছে খোঁজ নেবার কেও নেই lবাঁচার আশা টুকু ছেড়ে দিয়েছিলো সেই যুবক ও তার পরিবার l যুবকের নাম রাজু রায়,কুমারগঞ্জ থানার সাফানগর পঞ্চায়েতের অন্তর্গত কুলহরী গ্রামে বাড়ি l
ছেলেটি জন্ম থেকে 100%প্রতিবন্ধী,মা বিড়ি বেঁধে কোনো মতে দিন চালায় l মাথার উপর বাবার ছায়া নেই,বাবা মৃত l ছেলেটিকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে তার পরিবার , অনেকের কাছে সাহায্যের জন্য গেলেও কোনো লাভ হয়নি,কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি l সরকারি কতো ঘোষণা, কতো ভাতা, কতো প্রকল্প, কিন্তু কারও দেখা পায়নি দুস্থ পরিবারটি l কোনো সরকারি সাহায্যও মেলেনি l কথায় আছেনা যার কেও নেই তার ভগবান রয়েছে l আজ ভগবান রূপে রাজুর পাশে এসে দাঁড়িয়েছে স্বয়ং জেলা শাসক শ্রীমতি দিপাপ প্রিয়া পি l স্থানীয় এক দম্পতি বাপ্পা দাস ও তার স্ত্রী মৌমিতা মন্ডল দাস রাজু ও প্রশাসনের সংযোগ সেতু হিসাবে কাজ করেছে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
l এই দম্পতি পুরো জেলায় প্রতিবন্ধী বা অসহায় মানুষের অসহায়তার কথা তুলে ধরার চেষ্টা করেন সমাজের বুকে l নিজ উদ্যোগেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের দোরগোড়ায় কড়া নাড়েন অসহায় লোকগুলির জন্য l আজ তারা রাজুর খোঁজ পেয়ে স্থানীয় এক শিক্ষক সাংবাদিকের শরণাপন্ন হন ,বিস্তারিত ভাবে সব জানান l সেই সাংবাদিক তখন অসহায় রাজুর দুরবস্থার কথা তুলে ধরেন জেলা শাসক শ্রীমতি দিপাপ প্রিয়া পি এর নিকট l ক্ষণিক বিলম্ব না করেই জেলা শাসক কুমারগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবদত্ত চক্রবর্তীকে পরিস্থিতির খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন l জেলা শাসকের নির্দেশ ক্রমে আজ রাজুর বাড়িতে BDO সাহেব নিজে হাজির হন, দীর্ঘ 23 বছরে কেউ তার বাড়িতে যায়নি যে এটা জানার জন্য তোমার ছেলে কেমন আছে? বা তোমার ছেলে ভাতা পেয়েছে কিনা? আজ BDO সাহেব নিজে গিয়েছিলেন এবং তাকে জামা, চাল, টাকা দিয়ে এসেছেন এবং কাল অর্থাৎ 27 শে জুন ব্লক এ যেতে বলেছে, ওকে দশ হাজার (10000)টাকা আর মাসে এক হাজার (1000)টাকা করে দেয়ার অঙ্গীকার করে এসেছেন l রাজু আর তার মায়ের মুখে হাসি ফুটেছে শুধুমাত্র জেলাশাসকের মানবিক উদ্যোগের কারণে l রাজুর পরিবার ,গ্রামবাসী ,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরোপকারী দম্পতি প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন জেলা শাসক ও প্রশাসনের এই উদ্যোগ কে lএপ্রসঙ্গে জেলা শাসক শ্রীমতি দিপাপ প্রিয়া পি জানিয়েছেন – একজন সাংবাদিক পুরো ঘটনা আমায় আজ সকালে জানান ,ঘটনা জানা মাত্রই সমস্ত রকম ব্যবস্থার নির্দেশ দিয়েছি l কুমারগঞ্জ বি ডি ও দেবদত্ত চক্রবর্তী অসহায় লোকটির বাড়ি নিজে গিয়ে সব দেখে এসেছেন ,মানবিক পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে তাকে,Extra Relief GRANT এর প্রস্তাব পাঠানো হয়েছে ,এছাড়াও সাময়িক ভাবে পাঁচ ইউনিট GR(5×120=600kg),24কিলো চাল ,একটি লুঙ্গি ,একজোড়া পাজামা,একটি ধুতি বিডিও নিজে দিয়ে এসেছেন l এ ছাড়াও তার চিকিৎসারও ব্যবস্থা করা হবে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});