দক্ষিণ দিনাজপুরের সাম্প্রতিক তম সবচেয়ে বড়ো প্রাকৃতিক সমস্যা হলো আত্রেয়ী নদী
1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 26শে জুন:-দক্ষিণ দিনাজপুরের সাম্প্রতিক তম সবচেয়ে বড়ো প্রাকৃতিক সমস্যা হলো আত্রেয়ী নদী l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খরার সময় প্রতিবেশী বাংলাদেশ আত্রেয়ী নদী বক্ষে রাবার ড্যাম বানিয়ে নদীরজল আটকে রেখে একদিকে যেমন দক্ষিণ দিনাজপুর জেলাকে জলশূন্য করে তুলেছে ,অপরদিকে তেমনি বর্ষার সময় হঠাৎ হঠাৎ জল ছেড়ে বিপর্যয় ডেকে আনছে এই জেলায়l তাই দক্ষিণ দিনাজপুর জেলাকে বাঁচাতে আত্রেয়ী নদীর জলছাড়ার আগাম সতর্কতা জানাতে হবে দাবী তুললেন পরিবেশ প্রেমী ও বিশিষ্ট শিক্ষাবীদ তুহিন শুভ্র মন্ডল l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আত্রেয়ীর জল ছাড়ার আগাম সতর্কতা জানাতে হবে এই দাবী তুলে বাংলাদেশের জল সম্পদ মন্ত্রী কে চিঠি লিখলেন তিনি l আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেইল এর কপি পাঠিয়ে প্রতিবাদ জানালেন। তার দাবী আত্রেয়ী এর জল ছাড়ার পুর্বে আগাম সতর্কতা জানাতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই বিষয় তুহিন বাবুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন বহুদিন ধরেই বাংলাদেশ আত্রেয়ী এর জল নিয়ন্ত্রণ করে আসছে তারা কোন রুপ আগাম সতর্কতা ছাড়াই জল ছাড়ায় হরকা বানের পরিস্থিতি তৈরী হচ্ছে। বর্তমানে একই ভাবে আগাম সতর্কতা ছাড়া জল ছাড়ায় কুমারগঞ্জ ও বালুরঘাটে নদী তীরবর্তী মানুষ দের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তার প্রতিবাদ জানিয়েই আজ আমি বিভিন্ন সরকারি স্তরে চিঠি পাঠিয়েছি l এখনো পর্যন্ত দক্ষিণ দিনাজপুরে তেমন বৃষ্টিপাত না হওয়া সত্ত্বেও জেলার বেশ কিছু বাঁশের সাঁকো ক্ষতি গ্রস্ত আচমকা জলস্তর বৃদ্ধিরফলে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
l তাই ভুটান থেকে জল ছাড়ার সময় যেমন জানান দেয়া হয় তেমনি আত্রেয়ীর ক্ষেত্রেও বাংলাদেশ জানান দিক নইলে দক্ষিণ দিনাজপুরের প্রভূত ক্ষতির সম্ভাবনা প্রবল l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});