ধানের চারা লাগিয়ে বিক্ষোভ
1 min read
মুতাহার কামাল :- দাসপাড়া:-চোপড়া থানার দাসপাড়া 7 নম্বর অঞ্চলের পীর সাহেব মরে রাস্তার বেহাল অবস্থা প্রায় 100 মিটার রাস্তা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুরো কাদায় ভর্তি তাই এলাকার কিছু দোকানদার মিলে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ প্রকাশ করল। দোকানদার এই বিক্ষোভ কর্মসূচি দিয়ে জানালো যে সমস্ত লোকজন যাতায়াত করছে তাদের দোকানের বারান্দার উপরে দিয়ে বাইক সাইকেল এবং পথচারী সমস্ত লোকে যাচ্ছে দোকানের উপর দিয়ে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিরক্ত বোধ করতেছে সেখানকার দোকানদার ব্যবসায়ি, তাই তারা সবাই মিলে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে ধানের চারা গাছ লাগিয়ে।দাসপাড়া পীর সাহেব মোড় to বালাবাড়ী পর্যন্ত এ রাস্তায় প্রায় দশটির মত গ্ৰাম রয়েছে প্রতিটি গ্রামের মানুষ কিভাবে ভুগছে এ রাস্তার খারাপ এর জন্য, যাচ্ছেনা মোটর বাইক সাইকেল তাই দূরবর্তী রাস্তায় ঘুরে যাওয়া হচ্ছে এম্বুলেন্স চা পাতার গাড়ি প্রভৃতি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});