January 12, 2025

পূকূড়ে ইলিশ চাষ ?

1 min read

            


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জালে ইলিশ ওঠায় ব্যাপক কৌতূহল ছড়িয়েছে বালুরঘাট ব্লকের বাদামাইলের ঘুপসি খাঁড়িতে মৎস্যজীবীদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাদামাইলের পাঁচ মৎস্যজীবী ঘুপসি খাঁড়িতে মাছ ধরতে যান বেশ
কয়েকবার
জাল
নামিয়ে
তা
তোলা
হলে
শুধুমাত্র
ছোট
কিছু
মাছ
ধরা
পরে হঠাৎ জাল ফেলে পুনরায় জাল তুলতেই মৎস্যজীবী সঞ্জিত, মোহন, ষষ্টি, সজল মালিদের চক্ষু চড়ক গাছ হয়ে যায় প্রথমে
ইলিশ
মাছের
মতোই
দেখতে
৬০০৮০০
গ্রাম
ওজনের
দুইটি
মাছ
দেখে
তাঁরা
অবাক
হয়ে
যান সে দুটি হাতে নিলে বুঝতে পারেন ইলিশ মাছের মতই না, এগুলি ইলিশই সকলে
সেই
দুটি
ইলিশ
নিয়ে
কামারপাড়া
হাটে
বিক্রির
জন্য
যান হাটের মধ্যে ইলিশ মাছ দেখতে ভিড় জমান অনেকেই দামও
ওঠে
চড়চড়িয়ে তবে শেষমেশ মাছ দুটি বিক্রি না করে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন কোথা
থেকে
খাঁড়িতে
এই
দুটি
ইলিশ
মাছ
এল
তা
নিয়ে
সকলেই
ধন্দে
পড়েছেন জেলা মৎস্য দপ্তরের দাবি, ওই খাঁড়ির সঙ্গে বাংলাদেশের নদীর সংযোগ রয়েছে বর্ষা
শুরু
হওয়ায়
গতির
উলটো
দিয়েই
প্রবাহিত
হয়ে
ওই
দুটি
এখানে
ঢুকে
পড়েছে 



দক্ষিণ দিনাজপুর
জেলার
অতিরিক্ত
মৎস্য
আধিকারিক
অশোক
সরকার
বলেন,
একেবারে
বিরল
ঘটনা এর আগে জেলার কোনও খাঁড়িতে ইলিশ মাছ পাওয়া গিয়েছে বলে জানা নেই বাংলাদশের
কোন
নদীর
সঙ্গে
ঘুপসি
খাঁড়ির
যোগ
রয়েছে সেখান থেকেই এই ইলিশ আসতে পারে বলে মনে হচ্ছে মৎস্যজীবী
সঞ্জিত,
মোহন,
ষষ্টি,
সজলরা
বলেন,
এর
আগে
খাঁড়িতে
মাছ
ধরতে
গিয়ে
অনেকে
কচ্ছপ
পেয়েছিল বড় বোয়াল মাছ পাবার ঘটনাও আছে তবে
রবিবার
আমাদের
জালে
ইলিশ
মাছ
উঠবে
ভাবতে
পারিনি জীবনে এই প্রথম ইলিশ মাছ জ্যান্ত দেখলাম তাই
বিক্রি
করলাম
না দুটি মাছই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি 


অমৃতখন্ড গ্রাম
পঞ্চায়েতে
কামারপাড়া
বাদামাইলের
মধ্যবর্তী
স্থানে
ঘুপসি
খাঁড়ি
রয়েছে বর্ষা কালে জল বাড়তে শুরু করলেই এলাকার মৎস্যজীবীরা এই খাঁড়িকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন রবিবার
বিকেলে
সেখানে
জালে
ইলিশ
মাছ
ওঠায়
এলাকায়
হইহই
পড়ে
যায় মৎস্যজীবীরা দুইটি ইলিশ কামারপাড়া হাটে নিয়ে জ্যান্ত ইলিশ দেখতে ভিড় জমে যায় অনেকে
চড়া
দামে
তা
কিনতেও
চান কিন্তু মৎস্যজীবীরা তা বিক্রি না করে নিজেদের মধ্যে ভাগ করে নেন তবে
তাঁদের
দাবি
এই
মাছ
খেয়ে
সেরকম
সুখ
হল
না


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *