January 12, 2025

চাকুলিয়ায় দীর্ঘ কয়েকবছর ধরে পেনশনের টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন স্বামীহারা বিধবা ও বৃদ্ধা মহিলারা

1 min read

আনওয়ারুল হক,চাকুলিয়া,..…..বয়সের ভারে হারিয়েছেন কর্মক্ষমতা, শরীরটাও অবশ হয়ে নুইয়ে পড়েছে।লোকের দ্বারে দ্বারে গিয়ে কাজ করা বা ভিক্ষে করে দুমুঠো অন্ন জোগাড় করা তাদের দ্বারা আর সম্ভবপর হচ্ছে না।নেই দেখার মতো কোনো আত্মীয় পরিজন।কারো বা ছেলে থাকলেও সাহায্য করতে তথা মায়েদের দায়িত্ব নিতে অনীহা দেখাচ্ছে, নিজ পরিবার নিয়েই ব্যস্ত ওরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 কিন্তু তার থেকেও অতীব দুঃখজনক ঘটনা হলো দীর্ঘ তিন বছর ধরে তারা বিধবা ও বৃদ্ধভাতা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। পাননি পেনশনের টাকা।গোয়ালপোখর ২ নং তথা চাকুলিয়া ব্লক অফিসে কিছু সাহায্যের জন্য আসা মহিলাদের মুখে এমনই করুণ আর্তনাদের কথা শোনা গেলো। তাদের আরও অভিযোগ এর আগেও বহুবার ব্লকে বিডিও মহাশয়ের কাছে আবেদন জানালেও প্রতিবারই ম্লান মুখে ফিরে যেতে হয়েছে তাদের। ক্ষুদার জ্বালায় দুমুঠো অন্ন সংস্থান করতে না পারায় তারা আজ হতাশ।   প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন ধরে নতুন করে  বিধবা ও বৃদ্ধা পেনশন এর আবেদন না করতে পারায় স্থানীয় জনমানসে ক্ষোভ চরমে। ১২ বছর পূর্বে স্বামীহারা বিধবা বিবি জাহানুর জানান,’চরম দারিদ্র্যের মধ্যে দিনগুলি কাটে,কয়েকবছর ধরে অসুস্থতায় ভুগলেও অর্থের অভাব থাকায় ডাক্তার দেখানোর কথা ভাবতে পারিনি।আর পঞ্চায়েত অফিসে গেলেও কেউ তেমন গুরুত্ব দেননি,যাতে বিধবা ভাতা পাই’।’ছেলে থাকলেও বাইরে থাকে,ওরা আমার পাশে নেই,তীব্র শ্বাসকষ্টে ভুগছি,কিন্তু তিন বছর ধরে ভাতা এর টাকা না পাওয়ায় চিকিৎসা করাতে পারিনি’ করুণ স্বরে জানালেন বাদামী দেবী। এভাবেই তারা নিজ চোখের জল আটকাতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়লেন।  চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের ব্লক প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, পেনশনের টাকা না পাওয়া সত্যি দুঃখজনক।দ্রুততার সাথে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করার আর্জি জানিয়েছেন তিনি।এদিকে চাকুলিয়া ব্লকের বিডিও সুপ্রিম দাস, খুব শীঘ্রই সমস্যা মিটবে বলে আশ্বাস দেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *