রায়গঞ্জ জেলা ্ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল খেলায় রায়গঞ্জ টাউন ক্লাব ৭–১গোলে জয়ী
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী--বুধবার উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যেগে অনুষ্ঠিত রায়গঞ্জ স্টেডিয়াম মাঠের ফুটবল খেলায় রায়গঞ্জ টাউন ক্লাব ৭–১গোলে হারালো ছোটপাড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাবকে।রাগঞ্জ টাউন ক্লাবের পক্ষ থেকে গোল করে বিশ্বনাথ হাসদা–৩,করন সিং দর্জি–২,অঞ্জলিশ মুর্মু-১শৈলেন মুর্মু–১। অপরদিকে ছোট পাড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাবের পক্ষে ১টি গোল করে কারলাস হাসদা–১। এই সংবাদটি জানান উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});