December 10, 2024

বাজ পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েটির এজ আলো

1 min read

বাজ পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েটির এজ আলো

প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ল বিমানবন্দরে। বাজ পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েটির এজ আলো। ঘুরিয়ে দেওয়া হল ৬টি বিমানের গতিপথ। বুধবার উত্তর গোয়ার মোপা ভিত্তিক বিমান বন্দরটিতে বাজ পড়ে।

বিমানবন্দরের মুখপাত্র জানান, রাত ৮টা পর্যন্ত একটি নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করা হয়েছিল, এই সময় ক্ষতিগ্রস্ত আলোগুলো মেরামত করা হয় এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়। এই সময়ের মধ্যে ৬টি বিমানের গতিপথ কাছাকাছি গন্তব্যে পাঠানোর নয়া নির্দেশিকা দেওয়া হয়।মুখপাত্র আরও বলেন, যাত্রীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণের বাইরে।উল্লেখ্য, মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দক্ষিণ গোয়ায় ডাবোলিমে আরও একটি বিমানবন্দর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *