December 21, 2024

মহারাজ ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের মাতৃমন্ডলির সদস্যরা ধিক্কার জানালো

1 min read

মহারাজ ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের মাতৃমন্ডলির সদস্যরা ধিক্কার জানালো

_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ মে: ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সন্যাসী কার্তিক দাস মহারাজ ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় তাকে দাঙ্গার হোতা ছাড়াও মুখ্যমন্ত্রী তৃণমূলের নির্বাচনী এজেন্টকে বসতে না দেওয়া সম্পর্কে অভিযোগ এনে সনাতনী ধর্মের ধারক ও বাহকদের সন্মান জলাঞ্জলি দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের কালিয়াগঞ্জ শাখার মাতৃ মন্ডলীর সদস্যরা এর তীব্র ভাষায় ধিক্কার জানায়।

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্কুল পাড়ায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে এই ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সংঘের কালিয়াগঞ্জ শাখার মাতৃমন্ডলীর নেত্রী ঋতুপর্ণা রায়।তিনি বলেন ভারত সেবাশ্রম সংঘের মাতৃমন্ডলীর সদস্যদের মহিলা ভেবে যদি কেও দুর্বল ভাবে তাহলে ভুল করবেন।আমরা আমাদের সনাতন ধর্মের রক্ষায় ও এই সনাতন ধর্মকে যারা চোখের মণির মত করে আগলে রাখে সেই সন্ত্রাসীদের জন্য আমরা যেকোন সময় গর্জে উঠতে পারি।তিনি বলেন আমরা খুব শীঘ্রই এই ঘটনার প্রতিবাদে শুধু উত্তর দিনাজপুর জেলা নয় সারা রাজ্যের সাথে সারা দেশ ব্যাপি ব্যাপক আন্দোলনে নামার প্রস্তুতি নিতে চলেছি বলে জানান।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাতৃ মন্ডলির সদস্যা মৌসুমী চৌধুরী, গরিমা বেঙ্গনী,বিশ্বজিৎ মোহন্ত,সন্তোষ বেঙ্গানী তপন তালুকদার, প্রতুল মজুমদার,জীবন নায়েক সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *