কালিয়াগঞ্জ রানীসতী মন্দিরের উদ্যোগে ১৫ দিন ধরে প্রচন্ড দাবদাহে পথচারীদের আমের জুস বিতরণ
1 min readকালিয়াগঞ্জ রানীসতী মন্দিরের উদ্যোগে ১৫ দিন ধরে প্রচন্ড দাবদাহে পথচারীদের আমের জুস বিতরণ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ মে: উত্তর দিনাজপুর জেলার কালীয়াগঞ্জের ঐতিহ্যবাহী মারোয়ারী সম্প্রদায়ের রানী সতী মন্দিরের সদস্যরা প্রচন্ড দাবদাহে ক্লান্ত পথচারীদের ঠাণ্ডা পানীয় আমের জুস প্রদান করে।কালিয়াগঞ্জ রানী সতী মন্দিরের সভাপতি তথা লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্ণর সুরেশ সারাফ বলেন তাদের মন্দিরের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরের পথ চারিদের যারা প্রচন্ড দাবদাহের মধ্যে পরিশ্রান্ত ও ক্লান্ত
হয়ে যাতায়াত করে তাদেরকে রানী সতী মন্দিরের সামনে দাড়িয়ে পথচারীদের সাথে বাস যাত্রীদেরও ঠাণ্ডা পানীয় দেবার ব্যাবস্থা করে চলেছে বলে জানান।রানী সতী মন্দিরের সম্পাদক পঙ্কজ আগরওয়াল বলেন আমদের এই মন্দিরের পক্ষ থেকে গত পনেরো দিন ধরে সকাল থেকে বেলা চারটে পর্যন্ত পথচারীদের এই পরিষেবা দিয়ে আমরা এই মন্দিরের সাথে যুক্ত আছি তারা তৃপ্তি পেয়ে থাকি বলে জানান। রানী সতী মন্দিরের সদস্যরা যে ভাবে দীর্ঘ কয়েকদিন ধরে যে ভাবে দাবদাহের পরিশ্রান্ত পথ চারীদের পরিষেবা দিয়ে আসছে তা সত্যিই অভিনন্দন বলে জানালেন কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী বিনোদ লোহিয়া।