কার্তিক পাল শুধু নির্বাচনে ঝর তুলতে পারে তা নয় তার সহধর্মিণী মিঠু পালও কোন অংশে কম নয় মহিলাদের মধ্যে নির্বাচনী ঝর তুলতে
1 min readকার্তিক পাল শুধু নির্বাচনে ঝর তুলতে পারে তা নয় তার সহধর্মিণী মিঠু পালও কোন অংশে কম নয় মহিলাদের মধ্যে নির্বাচনী ঝর তুলতে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ এপ্রিল: কথায় আছে ” হাম কিসিসে কম নেহি”ঠিক তাই কথার সাথে কাজের মিল রেখে রায়গঞ্জের ৫নম্বর লোকসভা আসনের তরুণ তুর্কী নেতা ,কালিয়াগঞ্জ শহরের রূপকার তথা মোদির আশীর্বাদ ধন্য বিজেপি প্রার্থী কার্তিক পালের সহধর্মিণী মিঠু পাল কালিয়াগঞ্জ শহরে স্বামীর হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচক মন্ডলীদের বাড়ি বাড়ি গিয়ে তার স্বামি রায়গঞ্জের হাই ভোল্টেজ আসনের বিজেপি প্রার্থী কার্তিক পালকে দুই হাত ভরে আগামী ২৬ শে এপ্রিল ভোট দেবার জন্য আবেদন জানাচ্ছেন নাওয়া খাওয়া ভুলে প্রখর দাবদাহকে উপেক্ষা করে।
মিঠু পাল প্রতিদিন কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মহল্যায় মহল্যায় এলাকার মহিলাদের সাথে নিয়ে স্বামীর জয়ের রাস্তা মসৃণ করবার কাজটা খুব সুন্দর ভাবে করে চলেছে।মিঠু দেবী ভালো ভাবেই জানেন তার স্বামী কাজ পাগল মানুষ।
তিনি কালিয়াগঞ্জ শহরের মানুষদের পৌর সভার কাজের মাধ্যমে কালিয়াগঞ্জ শহরকে অত্যাধুনিক শহরে রূপ দেবার চেষ্টা করে শহরকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন।তাই রায়গঞ্জ লোকসভা আসনে যদি তিনি জয়ী হন তাহলে উত্তর দিনাজপুর জেলার অনেক সমস্যার সমাধান করতে পারবেন।এই কথা কালিয়াগঞ্জ শহরের মহিলাদের তিনি বুঝিয়ে চলেছেন।মিঠু পাল বলেন তিনি ভীষন সারা পাচ্ছেন। মিঠু পাল বলেন স্বামীর ভালো কাজে অন্তর দিয়ে সাহায্য করাই একজন প্রকৃত স্ত্রীর কাজ বলেই আমি মনে করি।