December 21, 2024

কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির কাছে একজন ব্যবসায়ী হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ভোটের আবেদন

1 min read

কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির কাছে একজন ব্যবসায়ী হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ভোটের আবেদন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ এপ্রিল:প্রথমে আমি একজন ব্যবসায়ী তারপর সমাজ সেবক।তাই ব্যাবসায়ী হিসাবেই আপনাদের কাছে আমার ভোট চাইবার অধিকার সবার আগে আছে।শনিবার কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির ভবনে ব্যবসায়ীদের সামনে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এই কথা বলেন।কৃষ্ণ কল্যাণী বলেন আমি আপনাদের খুব কাছের মানুষ।তাই কালিয়াগঞ্জ এলাকার ব্যবসায়ী বন্ধুদের কাছে আমার আবেদন আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাকে অবশ্যই দেবেন।এটা আমার আব্দার।বিগত পাঁচ বছরে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী কোন কাজই করেন নি।

তিনি আজ পর্যন্ত দিল্লী রাধিকাপুর বন্ধ হয়ে থাকা ট্রেনটি পর্যন্ত চালু করতে পারেন নি।কৃষ্ণ কল্যাণী বলেন ব্যবসায়ীদের অনেকদিনের দাবি রাধিকা পুরে একটি স্থল বন্দর শুরু করা হোক।আমায় যদি আপনারা আশীর্বাদ করেন তাহলে আমার প্রথম কাজই হবে ব্যবসায়ীদের জন্য ভারত_বাংলাদেশের মধ্যে স্থল বন্দর নির্মাণ করে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া।ব্যাবসায়ী সমিতির সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু,সম্পাদক শান্তনু দেবগুপ্ত,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক সুনীল সাহা এবং প্রাক্তন সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু, উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান সচিন সিংহ রায় সহ কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সদস্যগন।তৃণমূল প্রার্থী সম্প্রতি কালিয়া গঞ্জের মারযারি সম্প্রদায়ের মানুষদের সাথেও দেখা করে তাকে ভোট দিয়ে জয়ী করবার আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *