October 4, 2024

কালিয়াগঞ্জ মেতে উঠলবিচিত্রার বর্ষবরণে

1 min read

কালিয়াগঞ্জ মেতে উঠলবিচিত্রার বর্ষবরণে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ এপ্রিল:সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থা তাদের নিজস্ব সুপ্রভা নাট্য ভবনের “নটি বিনোদিনী মঞ্চে” এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিল নতুন বছরকে। নাট্য সংস্থার শিশু-কিশোর একাডেমীর পঁচিশ জন শিশু ও কিশোর সংগীত-নৃত্য ও আবৃত্তিতে ভরিয়ে তুলল অনুষ্ঠানটিকে। মঙ্গলদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার সভাপতি শ্রী রবীন্দ্রনাথ কুন্ডু। স্বাগত ভাষণে শ্রী কুন্ডু সকলকে সংস্থার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নববর্ষের এই বর্ষবরণ অনুষ্ঠানের প্রায়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন যে আগে আমরা সকলে নববর্ষের দিন সকালে মুখিয়ে থাকতাম দূরদর্শনে নববর্ষের বৈঠক দেখার জন্য।

কালিয়াগঞ্জ এও এর আগে কয়েকবার বৈশাখী আড্ডার আয়োজন করা হয়েছে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু বিচিত্রা নাট্য সংস্থা বিগত কয়েকবছর ধরে ধারাবাহিক ভাবে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে সেই বৈশাখী আড্ডার আমেজ আবার ফিরিয়ে এনেছে। স্বাগত ভাষনের পর ব্রততী দাস (সঙ্গীত) এবং ত্রয়ী দাস (নৃত্য) এর তত্বাবধানে “এসো হে বৈশাখ” উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে নব বৈশাখকে বরণ করে নেয় শিশু কিশোর একাডেমীর ২৫ জন ছাত্র – ছাত্রী। এরপর শুরু হয় শিশু ও কিশোরদের একের পর পরিবেশনায় সংগীত-নৃত্য-আবৃত্তির প্রর্দশন। এরমধ্যেই সংস্থার সদস্যা শ্রীমতি পত্রাবলী চক্রবর্তীর লেখা শ্রুতি আলেখ্য “রবি কিরণে বৈশাখ বরণ” পরিবেশন করেন বিচিত্রা নাট্য সংস্থার অরিন্দম ঘোষ, সংগ্রামী ভট্টাচার্য, সুমন্ত অধিকারী ও ব্রততী দাস। রবীন্দ্র কাব্য, সংগীত ও ভাবনার সংমিশ্রণে সমস্ত গ্লানি ও জড়তাকে দূরে সরিয়ে নতুনকে বরণ করে নেবার আহ্বান রচনা করেছিলেন পত্রাবলী।

 

 সুমন্তের সুগভীর কন্ঠে রবীন্দ্র প্রবন্ধের অংশ পাঠ, ব্রততীর সুললিত কন্ঠে “তুমি নব নব রূপে এসো প্রাণে” , অরিন্দম ও সংগ্রামীর দৃপ্ত কণ্ঠে “নববর্ষে” কবিতার আবৃত্তি এবং সবশেষে সমবেত কন্ঠে “বাঁধ ভেঙে দাও” সঙ্গীতের মধ্য দিয়ে এক অনিন্দ্য সুন্দর উপস্থাপনার সাক্ষী রইল শ্রোতা দর্শক। বেহালায় সুর তুলে সংস্থার সদস্য রূপ কুমার পাল বার্তা দিয়ে যান “তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না” । সমস্ত সঙ্গীতে তবলায় যোগ্য সংগত করে অনুষ্ঠানের ছন্দ ধরে রেখেছিলেন সাগ্নিক চক্রবর্তী । সংস্থার প্রবীণ সদস্য শ্রী হরেন ব্যানার্জী মহাশয়ের স্বরচিত কবিতা শ্রোতাদের ভালো লাগে। এরই ফাঁকে স্বরচিত কবিতা “নববর্ষের শুভেচ্ছা” পাঠের মধ্যে দিয়েই সকলকে শুভেচ্ছা বার্তা দিয়ে যান শ্রী সুমন্ত অধিকারী। সমগ্র অনুষ্ঠানটির সুর ধরে রেখেছিলেন দুই সঞ্চালক শ্রী অরিন্দম ঘোষ ও শ্রীমতি ব্রততী দাস তাদের সাবলীল উপস্থাপনায়। নববর্ষের এই অনুষ্ঠানকে আলোর মালায় রাঙিয়ে তুলেছিলেন শ্রী চন্দন চক্রবর্তী মহাশয়। আর অভিজিৎ রায় , সুজিত কৈরী এবং প্রদ্যুৎ তালুকদার স্নিগ্ধ সাজে সাজিয়ে তুলেছিলেন বর্ষবরণের মঞ্চকে। উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে এক মঙ্গলময় শুভ সূচনার মধ্যে দিয়ে বিচিত্রা নাট্য সংস্থা বরণ করে নিল নতুন বছরকে। বিচিত্রার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল দর্শক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *