ভোট প্রচারের শেষ মুহূর্তে বরুণায় একশোটি পরিবার তৃণমূল দলে যোগ
1 min readভোট প্রচারের শেষ মুহূর্তে বরুণায় একশোটি পরিবার তৃণমূল দলে যোগ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩এপ্রিল:দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের তারিখ ২৬ শে এপ্রিল।ঠিক শেষ মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯ নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলদহ গ্রামের একশোটি পরিবার মঙ্গলবার বিকালে তৃণমূল দলে যোগ দেয় বলে জানা যায়।তৃণমূল দলের রাজ্য সম্পাদক অসীম ঘোষের হাত থেকে পরিবারের মানুষজন তৃণমূলের পতাকা গ্রহণ করে বলে জানা যায়।
উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য সহ বিশিষ্ট তৃণমূলের নেতৃত্ব।তৃণমূল দলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন গ্রামের মানুষ তারা সরকারের কাছ।থেকে পরিষেবা চায়।বিজেপি সরকার শুধু ভোট নেবে কিন্তু পরিবর্তে তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছু পায়না।তিনি বলেন মানুষ ভুল বুঝে বিজেপিতে গিয়েও আবার ফিরে আসে।পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময়।সরকার বলেন রাজ্য সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান ধরনের পরিষেবা দিয়ে থাকে।তাই গরীব মানুষদের জন্য তৃণমূল দলের কোন বিকল্প নাই।