December 22, 2024

রাজ্যকে জমি দিতে হবেনা কেন্দ্রের জমিতেই উত্তর দিনাজপুর জেলায় এইমসের ধাঁচের হাসপাতাল হবে_শুভেন্দু

1 min read

রাজ্যকে জমি দিতে হবেনা কেন্দ্রের জমিতেই উত্তর দিনাজপুর জেলায় এইমসের ধাঁচের হাসপাতাল হবে_শুভেন্দু

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮এপ্রিল: উত্তর দিনাজপুর জেলা থেকে এমস হাসপাতাল হাইজ্যাক করে যে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের কল্যানিতে নিয়ে যায় আমরা সেই মুখ্যমন্ত্রীকে আর চাইনা।তিনি নিজেই উত্তরবঙ্গের মানুষদের মানুষ মনে করেন না।শুধু দক্ষিণ বঙ্গের মানুষদেরকেই মানুষ মনে করে থাকে।বিজেপি প্রার্থী কার্তিক পাল আপনাদের আশীর্বাদ পেলেই রায়গঞ্জের জন্য কেন্দ্রীয় সরকারের জমিতেই এমস ধাঁচের হাসপাতাল করে দেওয়া হবে।বৃহস্পতিবার হেম তাবাদের শালবাগান মাঠে বিজেপি প্রার্থী কার্তিক পালের নির্বাচনী জনসভায় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই কথাগুলি বলেন।

 

 

তিনি বলেন ইউ পি এ সরকারের কাছ থেকে প্রয়াত প্রিয় রঞ্জন দাসমুন্সী এমস নিয়ে আসার পর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিমাতৃসুলভ আচরন করে রায়গঞ্জ থেকে অন্যায়ভাবে এমস তুলে নিয়ে কল্যাণীতে নিয়ে চলে যায়।এখানকার মানুষদের চিকিৎসার প্রয়োজন হয়না।শুধু প্রয়োজন হয়কলকাতার মানুষদের জন্য।এতবড় অন্যায়ের উপযুক্ত জবাব আপনারা এবার দেবেন বলেই বিশ্বাস।তিনি বলেন কার্তিক পালকে আশীর্বাদ করবেন রাজ্য সরকারের কোন জমি না নিয়েই কেন্দ্রের জমিতে এমস ধাঁচের হাসপাতাল তৈরি করে দেখিয়ে দেওয়া হবে বলে শুভেন্দু বাবু প্রতিশ্রুতি দেন।

শুভেন্দু অধিকারী বলেন এই রাজ্যের রাজমাতার মাথা খারাপ হয়ে গেছে।মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষনে বলছেন কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল লাইন তিনিই করে দিয়েছেন? কবে এই রেল লাইন তৈরি করেছেন দিদি বলতে পারবেনতো?শুভেন্দু অধিকারী তার ভাষন বলেন এই রাজ্যে একটি দুষ্কৃতীদের সরকার চলছে।অবিলম্বে আমাদের নিজেদের স্বার্থেই এই সরকারকে আপনাদেরই উচ্ছেদ করার পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এদের ভোট দিলে সরকারের যতই পরিকল্পনা থাকুক এরা সব খেতেই ওস্তাদ। এরা কি খায়না বলতে পারেন?শুভেন্দু অধিকারী বলেন এই রাজ্যে সব থেকে বেশি ১০০দিনের টাকার দুর্নীতি করা হয়েছে এই জেলার আগের জেলা শাসকের মাধ্যমে। শুধু তাই নয় কেন্দ্রের পাঠানো শৌচাগারের টাকায় একটিও শৌচাগার করনদিঘি এবং হেমতাবাদে হয়নি।বিধায়কের তৈরি এন জি ওর মাধ্যমে সমস্ত টাকা পয়সা নয়ছয় করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী বলেন।জনসভায় ব্যাপক মানুষের ভিড় হয়।উপস্থিত ছিলেন বিজেপির জেলার নেতৃত্বগন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *