রাম নবমীর প্রখর রৌদ্রে একটু ঠাণ্ডা পানীয় দিয়ে সাহায্য করলো মারোযারি যুব মঞ্চের সদস্যরা
1 min readরাম নবমীর প্রখর রৌদ্রে একটু ঠাণ্ডা পানীয় দিয়ে সাহায্য করলো মারোযারি যুব মঞ্চের সদস্যরা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ এপ্রিল:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ যুবমঞ্চের সদস্যরা রাম নবমীর দিন প্রচুর মানুষদের ঠাণ্ডা পানীয় ও বাচ্চাদের বিভিন্ন ধরনের পানীয় দেয় বলে জানান মারোযারি যুব মঞ্চের সম্পাদক সন্দীপ শর্মা।
এই ধরনের সমাজ সেবামূলক কাজের জন্য কালিয়াগঞ্জ মারোয়ারি যুব মঞ্চের সদস্যদের কালিয়াগঞ্জের মানুষজন অভিনন্দন জানায়।এই ধরনের সমাজ সেবামূলক কাজের জন্য কালিয়াগঞ্জ মারোয়ারি যুব মঞ্চের সদস্যদের কালিয়াগঞ্জের মানুষজন অভিনন্দন জানায়। কালিয়াগঞ্জ মারোয়ারী যুব মঞ্চের ব্রাঞ্চ সেক্রেটারি শুভম তাপাড়িয়া বলেন মারোয়ারি যুব মঞ্চ কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন ধরনের সমাজসেবা মুলক কাজ করে থাকে।সংস্থার ট্রেজারার প্রকাশ আগরওয়াল বলেন মারো য়ারি যুবমঞ্চ কালিয়াগঞ্জ ব্লকের দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের সেবা মুলক কাজ করে থাকে।