কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে জোড় পথসভা
1 min readকালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে জোড় পথসভা_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ এপ্রিল:দুয়ারে লোকসভা উৎসব শুরু হয়ে গেছে। রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ প্রেস্টিজিয়াস আসনের ভোট আগামী ২৬ শে এপ্রিল। বিজেপির নেতা নেত্রী থেকে সমর্থকেরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জোড়দার কার্তিক পালের সপক্ষে পথসভায় নেমে পড়েছে।শুধু বিবেকানন্দ মোরেই সীমাবদ্ধ নয় বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিজেপির মণ্ডল কমিটির সভা পতিরা
পথ সভা করেচলেছে।তাদের বিশ্বাস বিজেপির প্রার্থী কার্তিক পাল কেই নির্বাচক মন্ডলিরা মুকুট পরিয়ে দেবার জন্য মুখিয়ে আছে।সম্প্রতি কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট বিনোদ লোহিয়া তার বক্তব্যে কেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা তথা কা লিয়াগঞ্জের রূপকার কার্তিক চন্দ্র পালকে ভোট দেবেন তার ব্যাখ্যা করেন।উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কালিয়াগঞ্জ শহর মণ্ডলের সভানেত্রী তাপসী ঝাঁ সহ অনেকেই।