কালিয়াগঞ্জ ব্লকের সুপ্রাচীন কুজিয়া_বাসন্তী তলার ৫০০ বছরের ঐতিহ্যবাহী বাসন্তী পূজাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
1 min readকালিয়াগঞ্জ ব্লকের সুপ্রাচীন কুজিয়া_বাসন্তী তলার ৫০০ বছরের ঐতিহ্যবাহী বাসন্তী পূজাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬,এপ্রিল:কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের অধীন কুজিয়া বাসন্তী তলার ৫০০ বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী বাসন্তী তলার বাসন্তী পূজাকে কেন্দ্র করে এলাকার মানুষজন মেতে উঠেছেন গত পঞ্চমীর দিন থেকে। কুজিয় _বাসন্তীতলা বাসন্তী মা পূজা কমিটির প্রভাস সরকার বলেন পঞ্চমীর দিন থেকে আটঘরা কুঁজিয়া মহাগাও মুজিয়া গ্রামের গ্রাম বাসীরা নবমীর দিন পর্যন্ত উপস করে থাকে।আনুমানিক ৫০০ বছর আগের জনশ্রুতি আছে হরিপুরের জমিদার হরি নারায়ন রায় এই বাসন্তীতলা র জঙ্গলের মধ্য দিয়ে বান গড়ে যাবার সময় একটি বেল গাছের তলায় বিশ্রাম নিতে নিতে তার তন্দ্রা আসে।
সেই সময় মা বাসন্তী বিশ্রামরত জমিদার হরি নারায়ন রায়কে স্বপ্নাদেশ দেয় এই বেল তলায় তুই একটি মন্দির বানিয়ে আমাকে আজ থেকেই ফুল জল দিবি।তারপরেই সেই বাসন্তী তলার জঙ্গলের মধ্যেই একটি মন্দির তৈরি করে সেই মন্দিরে পূজা দেবার কাজ শুরু হয়ে যায়। সেই থেকে ধীরে ধীরে বাসন্তী তলার বাসন্তী মন্দিরের পূজায় হাজার হাজার মানুষের ভীড় হয়।অষ্টমী ও নবমীর দিন দুর দূরান্ত থেকে মানুষ মানত দিতে আসে মনের আশা পুরনের জন্য।বাসন্তী তলায় পঞ্চমীর দিন থেকে এক সপ্তাহ ধরে মেলা বসেছে।মুজিয়_বাসন্তীতলার বাসন্তী মন্দিরের মুল প্রসাদ হিসাবে বড় বড় পাকা কলারকাঁধ পূজায় দেওয়া হয়ে থাকে।